ড্রেনের মুখ আটকানোর অপরাধে ১০ হাজার টাকা জরিমানা
- আপলোড টাইম : ১১:২১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫
- / ২৪ বার পড়া হয়েছে

module:8facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 93.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
দামুড়হুদার দেউলী গ্রামে ড্রেনের মুখ আটকানোর অপরাধে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা দুইটার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান এই জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দামুড়হুদার দেউলী গ্রামে জনগণের অপরিষ্কার পানি নিষ্কাশনের জন্য সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে একটি ড্রেন তৈরি করে দেয়া হয়। ইতোমধ্যেই গ্রামের সকল অপরিষ্কার পানি এই ড্রেন দিয়ে বের হতো। তবে দেউলী গ্রামের মৃত ফয়েজ উল্লাহর ছেলে আলাউদ্দিন নিজের দোকান ঘর তৈরি করার জন্য ড্রেনের পানি বের হওয়া মুখ বন্ধ করে দেন। এতে জনগণ ক্ষিপ্ত হয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমানকে জানান। এইচ তাসফিকুর রহমান ঘটনাস্থলে পৌঁছে সত্যতা মিললে অভিযুক্ত আলাউদ্দিনকে দণ্ডবিধি ১৮৬০ সালের ২৯২ ধরায় ১০ হাজার টাকা জরিমানা করেন এবং স্থানীয় জনগণের সামনে ড্রেনের মুখ পরিষ্কার করে দেওয়ার জন্য নির্দেশ দেন। ড্রেনের মুখ পরিষ্কার করে দেওয়ায় গ্রামবাসী সাধুবাদ জানায় দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার ভূমির কর্মকর্তাকে। ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, সহকারী ইঞ্জিনিয়ার আক্তার ও মডেল থানার একটি দল।