আন্দুলবাড়ীয়া ইউনিয়নে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু
- আপলোড টাইম : ১১:১৮:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫
- / ২২ বার পড়া হয়েছে

??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????
উৎসবমুখর পরিবেশে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নে নতুন ভোটারদের ছবিসহ ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটারদের ছবি তোলা হয়। গতকাল বৃহস্পতিবার প্রথম দিনে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ৩৮০ জন নতুন ভোটারের ছবি তোলা হয় এবং ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ও ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিদর্শন করেন জীবননগর উপজেলা সহকারী নির্বাচন অফিসার সাইফুল ইসলাম, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান লিটন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রহমতুল্লাহ, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সচিব জাকির হোসেন, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর তাহমিনা খাতুন বীনা, ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার মহাসিন আলী, ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার শেখ মাফিজুর রহমান মাফি, ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার মিণ্টু মিয়া, সংরক্ষিত মহিলা মেম্বার আছিয়া খাতুন ও আনসার ভিডিপি প্রশিক্ষণ অফিসার নার্গিস আক্তার প্রমুখ।
আজ শুক্রবার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের পাঁকা, বাজদিয়া, অনন্তপুর, বিদ্যাধরপুর, কর্চাডাঙ্গা মাঠপাড়া, জোলপাড়া, লাইনপাড়া, কুবরেগাড়ী ও নিধিকুন্ডু গ্রামের নতুন ভোটারদের ছবি তোলা হবে।