আলমডাঙ্গার ফরিদপুরে তিন দিনের তাফসির মাহফিলের উদ্বোধন
- আপলোড টাইম : ১১:০৯:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫
- / ১৬ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা উপজেলার ফরিদপুরে ৩ দিনব্যাপী তাফসিরুল কবুরআন মাহফিলের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মাহফিলের উদ্বোধন করেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির শফিউল আলম বকুল। প্রধান আলোচক ছিলেন হাফেজ ক্বারী মাওলানা মাহফিজুর রহমান। বিশেষ আলোচক ছিলেন ক্বারী মাওলানা আবুল বাশার ও মাওলানা মোহাম্মদ রাজন আলী।
অনুষ্ঠানে স্কুলপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা শহিদুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বেলগাছি ইউনিয়ন জামায়াতের আমির আমান আলী। এই মাহফিলের পক্ষ থেকে রুহুল আমিন বলেন, ‘আজ শুভ উদ্বোধন অনুষ্ঠান সকলের সহযোগিতায় সম্পন্ন হতে চলেছে। দ্বিতীয় ও তৃতীয় দিনে এই মাহফিলে সাফল্যমণ্ডিত করতে উপস্থিত সকলের প্রতি ও ফরিদপুর এলাকাবাসীর কাছে আহ্বান জানাচ্ছি। শেষ দিনের মাহফিলে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।’