দামুড়হুদা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সবুজকে শোকজ
৩ দিনের মধ্যে লিখিত জবাব দেয়ার নির্দেশ
- আপলোড টাইম : ১০:৫২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫
- / ২১ বার পড়া হয়েছে
দামুড়হুদা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আফজালুর রহমান সবুজকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গতকাল বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি মো. শাহাজান খান ও সাধারণ সম্পাদক মোমিন মালিতা এই কারণ দর্শনোর নোটিশ প্রেরণ করেন। ওই নোটিশে আগামী তিন দিনের ভেতর চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত জবাব দেয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।
দামুড়হুদা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আফজালুর রহমান সবুজের কাছে প্রেরণ করা ওই নোটিশে উল্লেখ করা হয়েছে, ‘আপনি দামুড়হুদা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক-এর মতো দায়িত্বশীল পদে আসিন থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের মতো গুরুতর অভিযোগ থাকায় আপনার বিরুদ্ধে কেন শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ৩ দিনের মধ্যে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত জবাব দেয়ার জন্য নির্দেশ দেয়া হলো।’
উল্লেখ্য, দামুড়হুদা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আফজালুর রহমান সবুজের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় চাঁদাবাজিসহ গুরুতর অভিযোগ রয়েছে।