জীবননগরের গাজী জাহিদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই
- আপলোড টাইম : ১০:৪৯:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫
- / ২৭ বার পড়া হয়েছে
জীবননগর পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের মহানগর পশ্চিমপাড়ার গাজী জাহিদ হাসানের সঙ্গে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কোনো সম্পর্ক নেই। গতকাল বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জীবননগর পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের মহানগর পশ্চিমপাড়ার নুর ইসলামের ছেলে গাজী জাহিদ বর্তমানে কোনো পর্যায়ের কোনো দায়িত্বে নেই। তার সাথে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কোনো সম্পর্ক নেই। তার কোনো ধরনের কর্মকাণ্ডের দায় দল বহন করবে না। এছাড়া দলের সকল নেতা-কর্মী, স্থানীয় সম্মানিত এলাকাবাসী ও প্রশাসনকে অবহিত করা হলো বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। উল্লেখ্য, গাজী জাহিদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে।