ইপেপার । আজ সোমবার, ২৪ মার্চ ২০২৫

দর্শনা ও মেহেরপুরের গাংনীতে পুলিশ ও বিজিবির পৃথক অভিযান

২২ কেজি গাঁজা, ফেনসিডিলসহ দুজন আটক

দর্শনা ও গাংনী অফিস:
  • আপলোড টাইম : ১১:৪২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫
  • / ২৮ বার পড়া হয়েছে

দর্শনা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬ বোতল ফেনসিডিল ও ৮ কেজি গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। গত মঙ্গলবার রাত ১১টার দিকে দর্শনার রাঙ্গিয়ারপোতা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শহীদ তিতুমীর এবং ইন্সপেক্টর (অপারেশন) অনুপ দাসের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গিয়ারপোতা গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে রাঙ্গিয়ারপোতা নতুনপাড়ার আফাজ উদ্দিনের ছেলে টিপু সুলতানকে (৪৬) ৬ বোতল ফেনসিডিল ও ৮ কেজি গাঁজাসহ আটক করা হয়। জব্দকৃত মাদকের বাজার মূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শহীদ তিতুমীর জানান, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে, মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ধলা সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ আজিবার রহমান (৬০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কাথুলী ধলা বিওপির সীমান্ত এলাকার মাঠ থেকে মাদকসহ তাকে আটক করা হয়। আটককৃত আজিবার রহমান গাংনী উপজেলার কাথুলী গ্রামের পশ্চিমপাড়ার মৃত নিচিন শেখের ছেলে। বিজিবির কাথুলী ধলা বিওপির হাবিলদার মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা গেছে, কাথুলী ধলা বিওপি এলাকায় সীমান্ত পিলার ১৩৪—এর টুএস ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধলা মাঠে হাবিলদার মোহাম্মদ আলীর নেতৃত্বে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালানো হয়। অভিযানে ভারতীয় ১৪ কেজি গাঁজাসহ আজিবার রহমানকে আটক করা হয়। এ ঘটনায় সদর উপজেলার ষোলমারী গ্রামের বরকত আলীর ছেলে আলিহীম (৩৫) এবং একই এলাকার আলীম (৩০) পালিয়ে যায়। আটককৃত আজিবার রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, বিজিবি সদস্যরা ১৪ কেজি গাঁজাসহ আজিবার রহমানকে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

দর্শনা ও মেহেরপুরের গাংনীতে পুলিশ ও বিজিবির পৃথক অভিযান

২২ কেজি গাঁজা, ফেনসিডিলসহ দুজন আটক

আপলোড টাইম : ১১:৪২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

দর্শনা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬ বোতল ফেনসিডিল ও ৮ কেজি গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। গত মঙ্গলবার রাত ১১টার দিকে দর্শনার রাঙ্গিয়ারপোতা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শহীদ তিতুমীর এবং ইন্সপেক্টর (অপারেশন) অনুপ দাসের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গিয়ারপোতা গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে রাঙ্গিয়ারপোতা নতুনপাড়ার আফাজ উদ্দিনের ছেলে টিপু সুলতানকে (৪৬) ৬ বোতল ফেনসিডিল ও ৮ কেজি গাঁজাসহ আটক করা হয়। জব্দকৃত মাদকের বাজার মূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শহীদ তিতুমীর জানান, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে, মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ধলা সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ আজিবার রহমান (৬০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কাথুলী ধলা বিওপির সীমান্ত এলাকার মাঠ থেকে মাদকসহ তাকে আটক করা হয়। আটককৃত আজিবার রহমান গাংনী উপজেলার কাথুলী গ্রামের পশ্চিমপাড়ার মৃত নিচিন শেখের ছেলে। বিজিবির কাথুলী ধলা বিওপির হাবিলদার মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা গেছে, কাথুলী ধলা বিওপি এলাকায় সীমান্ত পিলার ১৩৪—এর টুএস ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধলা মাঠে হাবিলদার মোহাম্মদ আলীর নেতৃত্বে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালানো হয়। অভিযানে ভারতীয় ১৪ কেজি গাঁজাসহ আজিবার রহমানকে আটক করা হয়। এ ঘটনায় সদর উপজেলার ষোলমারী গ্রামের বরকত আলীর ছেলে আলিহীম (৩৫) এবং একই এলাকার আলীম (৩০) পালিয়ে যায়। আটককৃত আজিবার রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, বিজিবি সদস্যরা ১৪ কেজি গাঁজাসহ আজিবার রহমানকে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।