ইপেপার । আজ সোমবার, ২৪ মার্চ ২০২৫

চুয়াডাঙ্গায় ছাত্রশিবিরের পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১১:৪৩:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫
  • / ২১ বার পড়া হয়েছে

ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় পরিচ্ছন্নতা অভিযান পালিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা সরকারি কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ড. এ কে এম সাইফুর রশীদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি ছাত্রশিবিরকে এ ধরনের উদ্যোগের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘শুধু পরিচ্ছন্নতা নয়, ক্যাম্পাসকে সন্ত্রাস ও মাদকমুক্ত রাখতে ছাত্রশিবিরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা ছাত্র—শিক্ষক মিলে কাজ করলে কলেজের শান্তি বজায় রাখা সম্ভব।’
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক দেলোয়ার হোসেন, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মাহবুবুর রহমান ও শিক্ষক পরিষদের সম্পাদক সফিকুল ইসলাম। ইসলামী ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা জেলা সভাপতি সাগর আহমেদের নেতৃত্বে ছাত্রশিবিরের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলাম, অর্থ সম্পাদক বায়েজিদ বোস্তামী, প্রশিক্ষণ সম্পাদক মোতালেব হোসেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজ শাখার সভাপতি পারভেজ আলম, কলেজ সেক্রেটারি মাসুদুর রহমানসহ সাধারণ শিক্ষার্থীরা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গায় ছাত্রশিবিরের পরিচ্ছন্নতা অভিযান

আপলোড টাইম : ১১:৪৩:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় পরিচ্ছন্নতা অভিযান পালিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা সরকারি কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ড. এ কে এম সাইফুর রশীদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি ছাত্রশিবিরকে এ ধরনের উদ্যোগের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘শুধু পরিচ্ছন্নতা নয়, ক্যাম্পাসকে সন্ত্রাস ও মাদকমুক্ত রাখতে ছাত্রশিবিরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা ছাত্র—শিক্ষক মিলে কাজ করলে কলেজের শান্তি বজায় রাখা সম্ভব।’
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক দেলোয়ার হোসেন, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মাহবুবুর রহমান ও শিক্ষক পরিষদের সম্পাদক সফিকুল ইসলাম। ইসলামী ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা জেলা সভাপতি সাগর আহমেদের নেতৃত্বে ছাত্রশিবিরের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলাম, অর্থ সম্পাদক বায়েজিদ বোস্তামী, প্রশিক্ষণ সম্পাদক মোতালেব হোসেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজ শাখার সভাপতি পারভেজ আলম, কলেজ সেক্রেটারি মাসুদুর রহমানসহ সাধারণ শিক্ষার্থীরা।