ইপেপার । আজ সোমবার, ২৪ মার্চ ২০২৫

কালীগঞ্জে বিএনপির সমাবেশে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা ফিরোজ

ভণ্ড শেখ হাসিনা নাকি তাহাজ্জুতের নামাজ পড়তেন

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ১০:২৪:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫
  • / ৪৭ বার পড়া হয়েছে

পতিত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভণ্ড বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। গতকার বুধবার বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপরাইল বাজারে বিএনপি আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। ফিরোজ বলেন, ‘শেখ হাসিনা নাকি তাহাজ্জুতের নামাজ পড়তেন। অথচ তাহাজ্জুত নামাজ একটি গোপন ইবাদত, যা প্রচারের বিষয় নয়। যেদিন তিনি টেলিভিশনে এসে বললেন, তিনি তাহাজ্জুত না পড়ে ঘুমান না, সেদিনই দেশের মানুষ বুঝতে পেরেছে তিনি ভণ্ড।’
তিনি আরও বলেন, ‘সকাল বেলা মানুষ ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবে, আর সেই ভোটে শেখ হাসিনা জিততে পারবে—এমন সাহস তার নেই। তাই তিনি তাহাজ্জুতের নামাজ পড়ে পুলিশ ও র্যাব দিয়ে ভোট ডাকাতি করতেন। ৫ জুলাই ছাত্র—জনতার আন্দোলনে আপনারা দেখেছেন, এক শাড়িতে তাকে পালাতে হয়েছে, স্যান্ডেলও পড়তে পারেননি। এখন তার স্থান হয়েছে ভারতে। আরও ১০ মিনিট দেরি হলে দেশের জনগণ তাকে উচিৎ শিক্ষা দিত।’
ফিরোজ অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ করে বলেন, ‘দীর্ঘদিন ধরে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা উচিত।’ ফ্যাসিবাদ, গণহত্যা ও সরকারবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদ এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় রাখার দাবিতে বিএনপি এ সমাবেশের আয়োজন করে।
উপজেলার নিয়ামতপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল খালেক মাস্টারের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. নুরুল ইসলাম, শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, উপজেলা বিএনপি নেতা লুৎফর রহমান লেন্টু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন ও জবেদ আলী।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

কালীগঞ্জে বিএনপির সমাবেশে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা ফিরোজ

ভণ্ড শেখ হাসিনা নাকি তাহাজ্জুতের নামাজ পড়তেন

আপলোড টাইম : ১০:২৪:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

পতিত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভণ্ড বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। গতকার বুধবার বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপরাইল বাজারে বিএনপি আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। ফিরোজ বলেন, ‘শেখ হাসিনা নাকি তাহাজ্জুতের নামাজ পড়তেন। অথচ তাহাজ্জুত নামাজ একটি গোপন ইবাদত, যা প্রচারের বিষয় নয়। যেদিন তিনি টেলিভিশনে এসে বললেন, তিনি তাহাজ্জুত না পড়ে ঘুমান না, সেদিনই দেশের মানুষ বুঝতে পেরেছে তিনি ভণ্ড।’
তিনি আরও বলেন, ‘সকাল বেলা মানুষ ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবে, আর সেই ভোটে শেখ হাসিনা জিততে পারবে—এমন সাহস তার নেই। তাই তিনি তাহাজ্জুতের নামাজ পড়ে পুলিশ ও র্যাব দিয়ে ভোট ডাকাতি করতেন। ৫ জুলাই ছাত্র—জনতার আন্দোলনে আপনারা দেখেছেন, এক শাড়িতে তাকে পালাতে হয়েছে, স্যান্ডেলও পড়তে পারেননি। এখন তার স্থান হয়েছে ভারতে। আরও ১০ মিনিট দেরি হলে দেশের জনগণ তাকে উচিৎ শিক্ষা দিত।’
ফিরোজ অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ করে বলেন, ‘দীর্ঘদিন ধরে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা উচিত।’ ফ্যাসিবাদ, গণহত্যা ও সরকারবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদ এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় রাখার দাবিতে বিএনপি এ সমাবেশের আয়োজন করে।
উপজেলার নিয়ামতপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল খালেক মাস্টারের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. নুরুল ইসলাম, শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, উপজেলা বিএনপি নেতা লুৎফর রহমান লেন্টু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন ও জবেদ আলী।