ইপেপার । আজ সোমবার, ২৪ মার্চ ২০২৫

মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবির পৃথক অভিযান পরিচালনা

ফেনসিডিল উদ্ধার, অনুপ্রবেশকালে আটক ১৪

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৫:৪৪:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫
  • / ২৮ বার পড়া হয়েছে

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ফেনসিডিল উদ্ধার করেছে। এছাড়াও ১৪ জন বাংলাদেশিকে অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে আটক করা হয়েছে। গত সোমবার রাত সাড়ে ১০টা থেকে গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত বিজিবির পৃথক অভিযানে এসব মাদক উদ্ধার ও ১৪ জনকে আটক করা হয়। গতকাল মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের নিমতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৭৫ থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হালপাড়ায় অভিযান চালানো হয়। পরিচালিত এ অভিযানে ৭২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। অপর দিকে, গতকাল সীমান্ত এলাকার পৃথক অভিযানে শ্যামকুড়, পলিয়ানপুর, কুসুমপুর এবং লড়াইঘাট বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা থেকে ১৪ জন বাংলাদেশিকে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় আটক করে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে থানায় সোপর্দ করা হয়েছে। বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবির পৃথক অভিযান পরিচালনা

ফেনসিডিল উদ্ধার, অনুপ্রবেশকালে আটক ১৪

আপলোড টাইম : ০৫:৪৪:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ফেনসিডিল উদ্ধার করেছে। এছাড়াও ১৪ জন বাংলাদেশিকে অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে আটক করা হয়েছে। গত সোমবার রাত সাড়ে ১০টা থেকে গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত বিজিবির পৃথক অভিযানে এসব মাদক উদ্ধার ও ১৪ জনকে আটক করা হয়। গতকাল মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের নিমতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৭৫ থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হালপাড়ায় অভিযান চালানো হয়। পরিচালিত এ অভিযানে ৭২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। অপর দিকে, গতকাল সীমান্ত এলাকার পৃথক অভিযানে শ্যামকুড়, পলিয়ানপুর, কুসুমপুর এবং লড়াইঘাট বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা থেকে ১৪ জন বাংলাদেশিকে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় আটক করে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে থানায় সোপর্দ করা হয়েছে। বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।