হরিণাকুণ্ডুতে ধর্মসভায় অতিথি করা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ
বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, আহত ৭
- আপলোড টাইম : ০৫:৩৭:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫
- / ২৬ বার পড়া হয়েছে
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার হাকিমপুর গ্রামে ধর্মসভায় অতিথি করা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে মোশাররফ হোসেন (৪২) নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে তাকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় উভয় পক্ষের ৭ জন আহত হয়েছেন। আহতরা হলেন— হাকিমপুর গ্রামের খাবির মণ্ডলের ছেলে নাসির উদ্দীন, হানিফ আলী, আব্দুল খালেক, বিলাত আলীর ছেলে আরব আলী, আব্দুল খালেকের ছেলে রবিন, আব্দুস সোবহানের ছেলে কাওছার মণ্ডল ও তার ভাই আব্দুল আলীম। তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে নাসির উদ্দীন ও কাওছার মণ্ডলের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
স্থানীয় চাঁদপুর ইউনিয়নের মেম্বার আশরাফ উদ্দীন স্বপন জানান, সামাজিক দ্বন্দ্বের জেরে গত সোমবার রাতে দেলোয়ার হোসেন দলু ও সাঈদ সমর্থিত দুটি দলের মধ্যে মারামারি হয়। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে হাকিমপুর গ্রামের ব্রিজের ওপর দুই গ্রুপের সংঘর্ষ বাধে। আহতদের মধ্যে দলু গ্রুপের ৫ জন ও সাঈদ গ্রুপের ২ জন রয়েছেন। এলাকাবাসী জানায়, ধর্মসভায় অতিথি করা নিয়ে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ রউফ খান জানান, তুচ্ছ ঘটনা নিয়ে একই পরিবারের মধ্যে বিরোধ ছিল। এর জেরে মোশাররফ হোসেনকে কুপিয়ে আহত করা হলে হাসপাতালে তার মৃত্যু হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।