গাংনীতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপনে প্রস্তুতি সভা
- আপলোড টাইম : ০৫:৩৫:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫
- / ২৪ বার পড়া হয়েছে
মেহেরপুরের গাংনীতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস—২০২৫ উদ্যাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল মঙ্গলবার বিকেল চারটায় উপজেলা পরিষদের সভাকক্ষে এর আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা। সভায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের পাশাপাশি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন, গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সামসুল আলম সোনা, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোতালেব আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসাদুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ—সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান কল্লোল, উপজেলা আইসিটি অফিসার আব্দুর রকিব, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুম, কাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম হোসাইনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা এবং সাংবাদিকরা।