ইপেপার । আজ সোমবার, ২৪ মার্চ ২০২৫

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে পৃথকভাবে অপারেশন ডেভিল হান্ট

আওয়ামী লীগের ৭ নেতা—কর্মী গ্রেপ্তার

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৫:৩২:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫
  • / ২০ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে আওয়ামী লীগের ৭ নেতা—কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার দিবাগত রাতে পৃথক পৃথকভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
চুয়াডাঙ্গায় অপারেশন ডেভিল হান্টে ৩ জন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার হয়েছেন। গত সোমবার রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদঘাট গ্রামের আব্দুল মোতালেবের ছেলে ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কর্ণেল (৪৩), একই এলাকার আব্দুল সাত্তারের ছেলে ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তার হেসেন (৫০) এবং নতুন ভান্ডারদহা গ্রামের সালাউদ্দিনের ছেলে স্থানীয় আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সবাইকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
তিনজন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, গ্রেপ্তার তিনজনই বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার ঘটনার সাথে জড়িত সন্দেহভাজন আসামি। সংশ্লিষ্ট মামলায় গতকাল মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে, অপারেশন ডেভিল হান্টে দামুড়হুদা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম (৫২) গ্রেপ্তার হয়েছেন। গত মঙ্গলবার রাতভর দামুড়হুদা মডেল থানা—পুলিশ অভিযান চালিয়ে দামুড়হুদা বাজার থেকে তাকে গ্রেপ্তার করে। আবুল হাশেম দামুড়হুদা দশমি পাড়ার মৃত ওয়াদুদ মন্ডলের ছেলে। জানা যায়, সারা দেশের ন্যায় দামুড়হুদা মডেল থানা—পুলিশসহ যৌথ বাহিনী অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে চাঁদাবাজি ও মারামারি মামলার আসামি সাবেক মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আবুল হাসেমকে গ্রেপ্তার করে। যার মামলা নম্বর ০৪, তাং—১০/০২/২০২৫ ইং, ধারা—১৪৩/৩২৩/৩২৪/৩২৫/ ৩২৬/৩০৭/৫০৬ পেনাল কোড ১৮৬০।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, চাঁদাবাজি ও মারামারি মামলা আসামি হাসেম মেম্বারকে গ্রেপ্তার করা হয়েছে। গতকালই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। এদিকে মেহেরপুরে সন্ত্রাস দমন আইনে সাবেক কাউন্সিলর মঞ্জুরুল কবির রিপনসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে মেহেরপুর সদর থানা—পুলিশের একাধিক দল শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত মঞ্জুরুল কবির রিপন মেহেরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন। বাকিরা হলেন— শিশু বাগানপাড়ার নুরুল ইসলামের ছেলে এনামুল হক বাবু ও নতুন পাড়ার আব্দুল কাদেরের ছেলে হৃদয়।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেসবাহ উদ্দিন জানান, সারাদেশে অপরারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে সন্ত্রাস দমন আইনে তাদের গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী উপজেলার নওয়াপাড়া থেকে দবির আলী নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে গাংনী থানা—পুলিশ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে পৃথকভাবে অপারেশন ডেভিল হান্ট

আওয়ামী লীগের ৭ নেতা—কর্মী গ্রেপ্তার

আপলোড টাইম : ০৫:৩২:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে আওয়ামী লীগের ৭ নেতা—কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার দিবাগত রাতে পৃথক পৃথকভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
চুয়াডাঙ্গায় অপারেশন ডেভিল হান্টে ৩ জন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার হয়েছেন। গত সোমবার রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদঘাট গ্রামের আব্দুল মোতালেবের ছেলে ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কর্ণেল (৪৩), একই এলাকার আব্দুল সাত্তারের ছেলে ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তার হেসেন (৫০) এবং নতুন ভান্ডারদহা গ্রামের সালাউদ্দিনের ছেলে স্থানীয় আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সবাইকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
তিনজন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, গ্রেপ্তার তিনজনই বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার ঘটনার সাথে জড়িত সন্দেহভাজন আসামি। সংশ্লিষ্ট মামলায় গতকাল মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে, অপারেশন ডেভিল হান্টে দামুড়হুদা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম (৫২) গ্রেপ্তার হয়েছেন। গত মঙ্গলবার রাতভর দামুড়হুদা মডেল থানা—পুলিশ অভিযান চালিয়ে দামুড়হুদা বাজার থেকে তাকে গ্রেপ্তার করে। আবুল হাশেম দামুড়হুদা দশমি পাড়ার মৃত ওয়াদুদ মন্ডলের ছেলে। জানা যায়, সারা দেশের ন্যায় দামুড়হুদা মডেল থানা—পুলিশসহ যৌথ বাহিনী অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে চাঁদাবাজি ও মারামারি মামলার আসামি সাবেক মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আবুল হাসেমকে গ্রেপ্তার করে। যার মামলা নম্বর ০৪, তাং—১০/০২/২০২৫ ইং, ধারা—১৪৩/৩২৩/৩২৪/৩২৫/ ৩২৬/৩০৭/৫০৬ পেনাল কোড ১৮৬০।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, চাঁদাবাজি ও মারামারি মামলা আসামি হাসেম মেম্বারকে গ্রেপ্তার করা হয়েছে। গতকালই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। এদিকে মেহেরপুরে সন্ত্রাস দমন আইনে সাবেক কাউন্সিলর মঞ্জুরুল কবির রিপনসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে মেহেরপুর সদর থানা—পুলিশের একাধিক দল শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত মঞ্জুরুল কবির রিপন মেহেরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন। বাকিরা হলেন— শিশু বাগানপাড়ার নুরুল ইসলামের ছেলে এনামুল হক বাবু ও নতুন পাড়ার আব্দুল কাদেরের ছেলে হৃদয়।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেসবাহ উদ্দিন জানান, সারাদেশে অপরারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে সন্ত্রাস দমন আইনে তাদের গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী উপজেলার নওয়াপাড়া থেকে দবির আলী নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে গাংনী থানা—পুলিশ।