ইপেপার । আজ সোমবার, ২৪ মার্চ ২০২৫

দামুড়হুদার বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করলেন ডিসি জহিরুল ইসলাম

স্ব স্ব প্রতিষ্ঠানের দায়িত্ব সঠিকভাবে পালনের নির্দেশ

প্রতিবেদেক, দামুড়হুদা:
  • আপলোড টাইম : ০৫:৩০:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫
  • / ২৫ বার পড়া হয়েছে

দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিস, দর্শনা থানা, পৌরসভা এবং ব্র্যাক এনজিও কর্তৃক পরিচালিত ব্র্যাক মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত তিনি এসব প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এসময় জেলা প্রশাসক বলেন, ‘আপনারা যে যে প্রতিষ্ঠানে দায়িত্ব আছেন, তারা সঠিকভাবে দায়িত্ব পালন করবেন, যাতে জনগণ ভোগান্তির শিকার না হয়। ভূমি অফিসের আওতায় চান্দিমাভূমি যেখানে আছে, সেগুলো খেয়াল রাখতে হবে, সেই সাথে রাজস্ব বাড়াতে হবে।’
তিনি আরও বলেন, ‘বর্তমানে আমাদের দেশের শিক্ষাব্যবস্থায় কোনো স্থিতিশীলতা নেই। অস্থিরতা বিরাজ করছে। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আধুনিক প্রযুক্তি নির্ভর বিশ্বমানের শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে। বর্তমানে একমাত্র প্রযুক্তি নির্ভর শিক্ষাব্যবস্থায় হতে পারে একজন শিক্ষার্থীর স্বপ্ন পূরণের পাথেয়। বিগত দিনগুলোতে মাধ্যমিক পর্যায়ে শিক্ষক নিয়োগে যথেষ্ট স্বচ্ছতার অভাব ছিল। যেখানে দক্ষতা, সততা ও মেধার কোনো মূল্যায়ন ছিল না। আমি মনে করি ব্র্যাক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে সততা, দক্ষতা ও মেধার মূল্যায়ন করা হয়েছে। এমনটা যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই বিদ্যালয়ের শিক্ষার্থীরা একজন শিক্ষকের কাছ থেকে উপযুক্ত শিক্ষাটাই গ্রহণ করতে পারবে। আমাদেরকে প্রযুক্তি নির্ভর আধুনিক শিক্ষার পাশাপাশি যার যার ধর্মীয় শিক্ষার প্রতি যথেষ্ট গুরুত্ব দিতে হবে।’
এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মমতাজ মহল, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) মো. ফাহাদ চৌধুরী, দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শহীদ তিতুমীর, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, ব্র্যাক আঞ্চলিক অফিস চুয়াডাঙ্গার হিসাব ব্যবস্থাপক আবু হাসান, ব্র্যাক জেন্ডার, জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি প্রোগ্রামের আঞ্চলিক ব্যবস্থাপক নাহিদুজ্জামান, সহকারী শিক্ষিকা মারুফা খাতুন, আসমা খাতুন, ওমর ফারুক, ছাবাউদ্দিন, শাহ জামাল, মখলেসুর রহমান, রকিবুল ইসলামসহ শিক্ষার্থীবৃন্দ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

দামুড়হুদার বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করলেন ডিসি জহিরুল ইসলাম

স্ব স্ব প্রতিষ্ঠানের দায়িত্ব সঠিকভাবে পালনের নির্দেশ

আপলোড টাইম : ০৫:৩০:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫

দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিস, দর্শনা থানা, পৌরসভা এবং ব্র্যাক এনজিও কর্তৃক পরিচালিত ব্র্যাক মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত তিনি এসব প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এসময় জেলা প্রশাসক বলেন, ‘আপনারা যে যে প্রতিষ্ঠানে দায়িত্ব আছেন, তারা সঠিকভাবে দায়িত্ব পালন করবেন, যাতে জনগণ ভোগান্তির শিকার না হয়। ভূমি অফিসের আওতায় চান্দিমাভূমি যেখানে আছে, সেগুলো খেয়াল রাখতে হবে, সেই সাথে রাজস্ব বাড়াতে হবে।’
তিনি আরও বলেন, ‘বর্তমানে আমাদের দেশের শিক্ষাব্যবস্থায় কোনো স্থিতিশীলতা নেই। অস্থিরতা বিরাজ করছে। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আধুনিক প্রযুক্তি নির্ভর বিশ্বমানের শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে। বর্তমানে একমাত্র প্রযুক্তি নির্ভর শিক্ষাব্যবস্থায় হতে পারে একজন শিক্ষার্থীর স্বপ্ন পূরণের পাথেয়। বিগত দিনগুলোতে মাধ্যমিক পর্যায়ে শিক্ষক নিয়োগে যথেষ্ট স্বচ্ছতার অভাব ছিল। যেখানে দক্ষতা, সততা ও মেধার কোনো মূল্যায়ন ছিল না। আমি মনে করি ব্র্যাক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে সততা, দক্ষতা ও মেধার মূল্যায়ন করা হয়েছে। এমনটা যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই বিদ্যালয়ের শিক্ষার্থীরা একজন শিক্ষকের কাছ থেকে উপযুক্ত শিক্ষাটাই গ্রহণ করতে পারবে। আমাদেরকে প্রযুক্তি নির্ভর আধুনিক শিক্ষার পাশাপাশি যার যার ধর্মীয় শিক্ষার প্রতি যথেষ্ট গুরুত্ব দিতে হবে।’
এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মমতাজ মহল, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) মো. ফাহাদ চৌধুরী, দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শহীদ তিতুমীর, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, ব্র্যাক আঞ্চলিক অফিস চুয়াডাঙ্গার হিসাব ব্যবস্থাপক আবু হাসান, ব্র্যাক জেন্ডার, জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি প্রোগ্রামের আঞ্চলিক ব্যবস্থাপক নাহিদুজ্জামান, সহকারী শিক্ষিকা মারুফা খাতুন, আসমা খাতুন, ওমর ফারুক, ছাবাউদ্দিন, শাহ জামাল, মখলেসুর রহমান, রকিবুল ইসলামসহ শিক্ষার্থীবৃন্দ।