দামুড়হুদায় জামায়াতের প্রশিক্ষণ কর্মসূচিতে জেলা আমির অ্যাড. রুহুল আমিন
আমাদের লক্ষ্য মানবতার কল্যাণে আল্লাহর সন্তুষ্টি অর্জন
- আপলোড টাইম : ০৫:২০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫
- / ২৫ বার পড়া হয়েছে
দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা তিনটায় জুড়ানপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি শামীমুল হক ঝণ্টুর সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ রাশেদুল ইসলামের সঞ্চালনায় কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জামায়াতের জেলা আমির ও চুয়াডাঙ্গা-২ আসনের দলীয় প্রার্থী রুহুল আমিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য শুধুমাত্র দুনিয়ার অর্জন বা রাষ্ট্রক্ষমতায় যাওয়া নয়, বরং মানবতার কল্যাণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন।’
তিনি আরও বলেন, ‘একবিংশ শতাব্দীতে কর্মীদের যোগ্যতা ও দক্ষতা অর্জনের পাশাপাশি মানবিক হওয়া জরুরি। আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে, তাই ভোটারদের সঙ্গে যোগাযোগ এবং তাদের মূল্যায়নের ক্ষেত্রে আমাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’ বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের জেলা নায়েবে আমির ও দামুড়হুদা উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান এবং দামুড়হুদা উপজেলা জামায়াতের আমির নায়েব আলী।
এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নায়েবে আমির মাওলানা আব্দুল গফুর, উপজেলা সেক্রেটারি আবেদ উদ দৌলা টিটোন, সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম জিয়া, উপজেলা যুব জামায়াতের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল খালেক, যুব-বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার রাফেল উদ্দিন, সেক্রেটারি আবু সাইদ প্রমুখ।