আমদহ ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ
- আপলোড টাইম : ০২:৫৯:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫
- / ২০ বার পড়া হয়েছে
বিএনপির কেন্দ্রীয় ঘোষিত প্রক্রিয়ায় দলের পুনর্গঠন জাতীয় ও স্থানীয় পর্যায়ে সকল চ্যালেঞ্জ মোকাবিলায় দলকে সক্ষমতা অর্জনের প্রত্যয়ে আমদহ ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল চারটার দিকে আমদহ ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মী সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম এ কে খায়রুল বাসারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন।
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাড. কামরুল হাসান, যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম,অধ্যাপক ফয়েজ মোহাম্মদ। বিএনপির সদর উপজেলার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রিপনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইলিয়াস হোসেন, রেজাউল হক, হাফিজুর রহমান হাফি, আলমগীর খান সাতু, ওমর ফারুক লিটন ও রোমানা আহমেদ।
বক্তারা ইউনিয়নে নতুন কমিটি গঠন নিয়ে দিকনির্দেশনামূলক কথা বলেন এবং রাষ্ট্রকাঠামো মেরামতের যে ৩১ দফা তারেক রহমান দিয়েছেন তা বাস্তবায়ন আহ্বান জানান। তারা বলেন, আপনাদের দায়িত্ব এই ৩১ দফা জনগণের ঘরে ঘরে গিয়ে বুঝানো, আপনারা যদি বোঝাতে সক্ষম হন তাহলে জনগণ ভোট দিবে এবং বিএনপি ক্ষমতায় যাবে। এতদিন যে লড়াই সংগ্রাম করেছেন তার ইতি ঘটবে তখনই যখন দলকে ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাবেন, ১৭ বছরের লড়াই সংগ্রাম তখনই শেষ হবে। কারো কথায় বিভ্রান্ত হবেন না সবাই ঐক্যবদ্ধ থাকবেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কাওছার আহমেদ, জেলা জাসাসের সদস্যসচিব বাকাবিল্লাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমুল হোসেন মিণ্টু, সাবেক কাউন্সিলর আব্দুর রহিম, সদর থানা যুবদলের সাবেক সভাপতি হাসিবুজ্জামান স্বপ্নন, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ইলিয়াস হোসেন, আমঝুপি স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাফিজুর রহমান, বিএনপির নেতা মোশিউল আলম দ্বীপু, নাহিদ আহমেদ প্রমুখ।