ঝিনাইদহে এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের মানববন্ধন
- আপলোড টাইম : ০৪:৪৭:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫
- / ২১ বার পড়া হয়েছে
স্বীকৃতিপ্রাপ্ত সকল নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সোমবার ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে এ কর্মসূচির আয়োজন করেন সম্মিলিত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী পরিষদ। এতে ব্যানার-ফেস্টুন নিয়ে সংগঠনটির জেলা ও উপজেলা শাখার কয়েকশ শিক্ষক-কর্মচারীরা অংশগ্রহণ করেন। ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে সংগঠনটির জেলা শাখার সভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সহসভাপতি গণেশ চন্দ্র বিশ^াস, যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার আলী ও সদর উপজেলা সভাপতি রিয়াজুল করিমসহ অন্যান্যরা বক্তব্য দেন।
মানববন্ধন শেষে এক সমাবেশে শিক্ষক নেতারা বলেন, ফ্যাসিস্ট সরকারের রোষানলে পড়ে আমাদের প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত করা হয়নি। ফলে এসব নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একসাথে এমপিও ভুক্ত করতে হবে। এই ন্যায়সংগত দাবি মানা না হলে আগামীতে অনশনসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ার দেন বক্তারা। মানববন্ধনে অংশগ্রহণ করা পঞ্চগ্রাম মুক্তিযোদ্ধা মসিউর রহমান দাখিল মাদ্রাসার শিক্ষক মো. ওয়ালিউল্লাহ বলেন, ১৯৯৮ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হলেও এই ২৭ বছরে এমপিওভুক্ত করা হয়নি। অথচ এই মাদ্রাসা ৩০০ শিক্ষার্থী পড়ালেখা করছে। অনেক শিক্ষকের বয়স শেষ পর্যায়ে। তারা মানবেতর জীবন কাটাচ্ছেন। রাজনৈতিক কারণে পঞ্চগ্রাম মুক্তিযোদ্ধা মসিউর রহমান দাখিল মাদ্রাসাটি এমপিওভুক্ত য়নি বলেও তিনি অভিযোগ করেন।