ইপেপার । আজ বুধবার, ২৬ মার্চ ২০২৫

দামুড়হুদায় কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন

প্রতিবেদক, দামুড়হুদা:
  • আপলোড টাইম : ০৬:৩২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫
  • / ২১ বার পড়া হয়েছে

নতুন বাংলাদেশ গড়ার লক্ষে ‘এসো দেশ বদলায় পৃথিবী বদলায়’ স্লোগানে দামুড়হুদায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি শেষে মেলার উদ্বোধন করা হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. মমতাজ মহলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মাসুদুর রহমান সরকার।
তিনি বলেন, ‘আগে ছিল খোরপোশ কৃষি আর এখন আমরা চাষ করছি বাণিজ্যিক কৃষি। আমরা দেখেছি বাজার মূল্য বেড়ে গেলেও সমস্যা আবার কমে গেলেও সমস্যা। আগে আমরা শীতকালীন পেঁয়াজ করতাম, এখন আমরা গ্রীষ্মেও পেঁয়াজ চাষ করছি। আমরা যে পরিমাণে সবজি খায়, তার থেকে জাপানে অনেক বেশি পরিমাণে সবজি খায়, আমাদের খাদ্য অভ্যাস পরিবর্তন করতে হবে। একটি প্লেটে অর্ধেক ভাত হতে হবে এবং বাকি অর্ধেক হতে হবে সবজি। এই মেলায় মোট ১৪টি স্টল হয়েছে, আমরা এই মেলার মাধ্যমে অনেকগুলো প্রযুক্তি দেখলাম। সেগুলো আমাদের জৈবসারের মাধ্যমে প্রযুক্তিগুলো মাঠে ঘাটে এগুলোর বাস্তবায়ন করতে হবে। তিন দিনব্যাপী এই কৃষি মেলায় যেসব স্টল হয়েছে। উন্নত প্রযুক্তি ব্যবহার করে আমাদের কৃষিতে আরও উন্নয়ন সাধন করতে হবে।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি অনিক ও আব্দুর রহিম। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অফিসার অভিজিৎ কুমার বিশ্বাস। অনুষ্ঠানে কুরআন থেকে তিলাওয়াত করেন উপজেলা জামে মসজিদের ইমাম আশরাফুল আলম।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

দামুড়হুদায় কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন

আপলোড টাইম : ০৬:৩২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫

নতুন বাংলাদেশ গড়ার লক্ষে ‘এসো দেশ বদলায় পৃথিবী বদলায়’ স্লোগানে দামুড়হুদায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি শেষে মেলার উদ্বোধন করা হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. মমতাজ মহলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মাসুদুর রহমান সরকার।
তিনি বলেন, ‘আগে ছিল খোরপোশ কৃষি আর এখন আমরা চাষ করছি বাণিজ্যিক কৃষি। আমরা দেখেছি বাজার মূল্য বেড়ে গেলেও সমস্যা আবার কমে গেলেও সমস্যা। আগে আমরা শীতকালীন পেঁয়াজ করতাম, এখন আমরা গ্রীষ্মেও পেঁয়াজ চাষ করছি। আমরা যে পরিমাণে সবজি খায়, তার থেকে জাপানে অনেক বেশি পরিমাণে সবজি খায়, আমাদের খাদ্য অভ্যাস পরিবর্তন করতে হবে। একটি প্লেটে অর্ধেক ভাত হতে হবে এবং বাকি অর্ধেক হতে হবে সবজি। এই মেলায় মোট ১৪টি স্টল হয়েছে, আমরা এই মেলার মাধ্যমে অনেকগুলো প্রযুক্তি দেখলাম। সেগুলো আমাদের জৈবসারের মাধ্যমে প্রযুক্তিগুলো মাঠে ঘাটে এগুলোর বাস্তবায়ন করতে হবে। তিন দিনব্যাপী এই কৃষি মেলায় যেসব স্টল হয়েছে। উন্নত প্রযুক্তি ব্যবহার করে আমাদের কৃষিতে আরও উন্নয়ন সাধন করতে হবে।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি অনিক ও আব্দুর রহিম। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অফিসার অভিজিৎ কুমার বিশ্বাস। অনুষ্ঠানে কুরআন থেকে তিলাওয়াত করেন উপজেলা জামে মসজিদের ইমাম আশরাফুল আলম।