মেহেরপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
- আপলোড টাইম : ১০:১২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫
- / ৪২ বার পড়া হয়েছে
জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে মেহেরপুরে জেলা পর্যায়ের ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকালে মেহেরপুর স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে এর উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম। এসময় তিনি জাতীয় পতাকা উত্তোলন, মশাল প্রজ্বলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন। পরে তিনি প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।
এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কর্মকর্তা হযরত আলী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রনি আলম নুর। এছাড়া উপস্থিত ছিলেন সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাহিম, জেলা গবেষণা কর্মকর্তা আখতারুজ্জামান, একাডেমিক সুপারভাইজার আনারুল ইসলাম, শরীরচর্চা শিক্ষক আব্দুল মাবুদ, ফারহা হোসেন লিটন, আব্দুল কুদ্দুস ও জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ প্রদর্শন করে। উদ্বোধনী পর্ব শেষে অংশগ্রহণকারী খেলোয়াড়দের শপথ বাক্য পাঠ করানো হয়।