খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
মশাল দৌঁড়ে শুরু, দলীয় নৃত্য শেষে পুরস্কার বিতরণ
- আপলোড টাইম : ১০:০৮:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫
- / ৩৮ বার পড়া হয়েছে

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (0.41101888, 0.5315972);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 33;
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলায়’ স্লোগানে চুয়াডাঙ্গা সদর উপজেলার খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার গড়াইটুপি ইউনিয়নের এই মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে সকালে মশাল দৌঁড়ের মধ্যদিয়ে প্রতিযোগিতার উদ্বোধন কর হয়। দিনব্যাপী এ অনুষ্ঠানের শেষ হয় দলীয় নৃত্য ‘পর্দা’ ও পুরস্কার বিতরণের মধ্যদিয়ে। খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দর্শনা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি ও তিতুদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকতার হোসেন।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোশাররফ হোসেন ও হারুন অর রশীদের উপস্থাপনায় অনুষ্ঠানে আরও অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদ, গড়াইটুপি ইউনিয়ন বিএনপির সভাপতি মহব্বত আলী, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজুল ইসলাম, তিতুদহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান, হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন, খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শ্রী শংকর, সাবেক শিক্ষক সৈকত আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিকেলে অতিথিরা বিভিন্ন বিষয়ে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।