ভাংবাড়ীয়ায় আন্তর্জাতিক র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা
- আপলোড টাইম : ১০:২৩:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৫
- / ৩৮ বার পড়া হয়েছে
আলমডাঙ্গার ভাংবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ভাংবাড়ীয়া পল্লি উন্নয়ন যুবক সমিতির আয়োজনে ১ম আন্তর্জাতিক র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে সাজিবুল হক রাজনের সঞ্চালনায় দাবা প্রতিযোগিতার পরিচালক মজিরুল ইসলাম বিজুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, সানোয়ার হোসেন লাড্ডু, ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান। আরও উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম জোয়ার্দার, হাটবোয়ালিয়া ক্যাম্প টুআইসি এএসআই মোহন রশিদ, বীর মুক্তিযোদ্ধা খোঁশদেল আলম, আব্দুস সাত্তার। সার্বিক সহযোগিতায় ছিলেন কাবের আলী,খাইরুল ইসলাম।
প্রতিযোগিতায় ৪৮ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় ৪০ হাজার টাকা পুরস্কার স্পন্সর উদয় ইন্টারনেট ভাংবাড়ীয়ার রাশেদুজ্জামান রাশেদ। দ্বিতীয় পুরস্কারের স্পন্সর তূর্য ইলেকট্রনিক্স হাটবোয়ালিয়া বাজারের মিজানুর রহমান মিজান। তৃতীয় পুরস্কারের স্পন্সর করেন মিনারুল স্টোর ভাংবাড়ীয়া। খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন ঝিনাইদহের আবজিদ রহমান। দ্বিতীয় হন ঝিনাইদহের জধুনাথ বিশ্বাস এবং তৃতীয় হন কুষ্টিয়ার মহিমিনুল ইসলাম। টুর্নামেন্ট পরিচালনা করেন অরবিটার জাফরুল ইসলাম।