ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজলের মাতৃবিয়োগ
সময়ের সমীকরণ পরিবারের শোক
- আপলোড টাইম : ০২:০১:১৫ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৫
- / ৫৭ বার পড়া হয়েছে
ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি, দৈনিক সময়ের সমীকরণের ঝিনাইদহ অফিস প্রধান ও দৈনিক ইনকিলাব পত্রিকার জেলা সংবাদদাতা আসিফ কাজলের মাতা জরিনা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোর ৬টা ২০ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রামে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, সম্পাদক ও প্রকাশক শরীফুজ্জামান শরীফসহ সমীকরণ পরিবার মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন বলেন, ‘আমরা গভীরভাবে শোকাহত। আসিফ কাজলের মায়ের মৃত্যুতে আমরা সমীকরণ পরিবার একজন অভিভাবক হারালাম। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমা জরিনা বেগম দীর্ঘদিন ধরে ডায়াবেটিসজনিত রোগে ভুগছিলেন। আজ ভোরে অজু করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যুকালে তিনি পাঁচ পুত্রসন্তান, নাতি—নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে, সাংবাদিক মাতার মৃত্যুর খবর শুনে বিভিন্ন শ্রেণি—পেশার মানুষ ও আত্মীয়—স্বজন বংকিরা গ্রামে ভিড় জমিয়েছেন। আজ বাদ আছর বংকিরা হাই স্কুল মাঠে নামাজে জানাজা শেষে মরহুমাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।