মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবির পৃথক অভিযান পরিচালনা
ক্যানসারের ওষুধ, মদ ও ফেনসিডিল উদ্ধার
- আপলোড টাইম : ০৯:৩১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫
- / ২১ বার পড়া হয়েছে
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ক্যানসারের ওষুধ, ভারতীয় মদ ও ফেনসিডিল উদ্ধার করেছে। এছাড়াও ছয়জন বাংলাদেশিকে অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিজিবির পৃথক অভিযানে এসব মালামাল উদ্ধার ও ছয়জনকে আটক করা হয়। গতকাল মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গতকাল বেলা আড়াইটার দিকে মহেশপুর ব্যাটালিয়নের মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৫২/২২-আর থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সরিষা খেতে অভিযান চালানো হয়। সুবেদার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ভারত পাচারের সময় ১০ হাজার ১১০ পিস বাংলাদেশি বিভিন্ন ধরনের ক্যানসারের ওষুধ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ওষুধের আনুমানিক মূল্য ৫৬ লাখ ৪৭ হাজার ৮০০ টাকা।
এর আগে রাত ১২টা ২০ মিনিটের দিকে জীবননগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬৪ থেকে ৪ কিলোমিটার অভ্যন্তরে চিংড়িখালা ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৬৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই রাতে ১২টা ৪০ মিনিটে গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে ৭২ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
অপর দিকে, সীমান্ত এলাকায় নিয়মিত টহলের অংশ হিসেবে খোশালপুর বিওপির সদস্যরা ৬ বাংলাদেশিকে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় আটক করে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে থানায় সোপর্দ করা হয়েছে। বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।