ইপেপার । আজ সোমবার, ২৪ মার্চ ২০২৫
দর্শনা কেরুজ শ্রমিক ইউনিয়নের সম্পাদক প্রার্থী রূপমের বদলি নিয়ে উত্তেজনা

শ্রমিকদের বিক্ষোভ, অনির্দিষ্টকালের জন্য মিল বন্ধ ঘোষণা

চিনিকলের এমডি রাব্বিক হাসান অবরুদ্ধ, সেনা সদস্যদের তৎপরতায় মুক্ত

দর্শনা অফিস:
  • আপলোড টাইম : ০৯:২৮:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫
  • / ৪৯ বার পড়া হয়েছে

দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির কর্মচারী ও আসন্ন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রার্থী সৌমিক হাসান রূপমের বদলির প্রতিবাদে বিক্ষোভ করেছেন শ্রমিক-কর্মচারীরা। বিক্ষোভের জেরে অনির্দিষ্টকালের জন্য মিলের আখ মাড়াই কার্যক্রম বন্ধ ঘোষণা করেন তারা। এরপর রাতে অবরুদ্ধ করা হয় চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাব্বিক হাসানকে। ঘটনাস্থলে সেনা বাহিনীর সদস্যরা পৌঁছে তাকে মুক্ত করেন।

জানা গেছে, কেরু অ্যান্ড কোম্পানির পার্বতীপুর বন্ডেড ওয়্যার হাউজের ইনচার্জ ও আসন্ন কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী সৌমিক হাসান রূপমকে সম্প্রতি পঞ্চগড় সুগার মিলের সিনিয়র করণিক পদে বদলির আদেশ দেয়া হয়। এ খবর ছড়িয়ে পড়লে গতকাল দুপুর থেকে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির শ্রমিক-কর্মচারীরা। তারা আখ মাড়াই মৌসুমে চলমান কারখানা, বয়লার ও মিলের ডোঙা বন্ধ করে দেন। পরে মিলের প্রধান ফটকের সামনে বেশ কয়েকটি টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকে।

বিকেল পাঁচটার দিকে কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নেতা ফিরোজ আহম্মেদ সবুজ, তৈয়ব আলী, হাফিজুর রহমান, জয়নুল আবেদীন নফরসহ কয়েকজন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসানের সাথে গেস্ট হাউজে জরুরি বৈঠকে বসেন। সেখানে বদলির আদেশ প্রত্যাহারের দাবি তুললেও কোনো সুরাহা হয়নি। পরে রাত পর্যন্ত জেনারেল অফিসের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করতে থাকেন বিক্ষুব্ধরা।

এসময় বিক্ষোভকারীরা ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাব্বিক হাসানকে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে রাত ৯টার দিকে তাকে উদ্ধার করতে যান দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মমতাজ মহল। এসময় ইউএনও’র গাড়িতে এমডি বের হতে গেলে তার গাড়ির সামনে রাস্তায় শুয়ে পড়েন আন্দোলনকারীরা। পরে অবস্থা বেগতিক হলে ঘটনাস্থলে পৌঁছান চুয়াডাঙ্গার আর্মি ক্যাম্পের সদস্যরা। সেনাবাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের সাথে কথা বলে রাত ১১টার দিকে ব্যবস্থাপনা পরিচালককে মুক্ত করেন।

কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আহম্মেদ সবুজ বলেন, ‘কর্র্তৃপক্ষ তো এক ধাপ এগিয়েছে। তা ছাড়া আন্দোলনের সময়তো শেষ হয়ে যাচ্ছে না। আমি শ্রমিকদের নিষেধ করলেও তারা আমার কথা শুনছে না। যার কারণে আমি আমার সংগঠনের অফিসে এসে বসে আছি।’

মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাব্বিক হাসান জানান, ওই কর্মচারীর নামে শিল্প মন্ত্রণালয়ে বেশ কয়েকটি অভিযোগ গেছে। যার ফলে মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চিফ অব পার্সোনাল হামিদুল হক স্বাক্ষরিত পত্রে বৃহস্পতিবার বদলির আদেশ হাতে পাওয়া যায়। তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রার্থী সৌমিক হাসান রূপমের বদলির আদেশ স্থগিত করার জন্য কর্পোরেশনের চেয়ারম্যান ও শিল্প সচিব বরাবর একটি লিখিত আবেদন করা হয়েছে। মিলটি এভাবে বন্ধ থাকলে বিপুল পরিমাণ অর্থনৈতিক লোকসান হতে পারে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আখ মাড়াই কার্যক্রম বন্ধ ছিল।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

দর্শনা কেরুজ শ্রমিক ইউনিয়নের সম্পাদক প্রার্থী রূপমের বদলি নিয়ে উত্তেজনা

শ্রমিকদের বিক্ষোভ, অনির্দিষ্টকালের জন্য মিল বন্ধ ঘোষণা

চিনিকলের এমডি রাব্বিক হাসান অবরুদ্ধ, সেনা সদস্যদের তৎপরতায় মুক্ত

আপলোড টাইম : ০৯:২৮:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫

দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির কর্মচারী ও আসন্ন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রার্থী সৌমিক হাসান রূপমের বদলির প্রতিবাদে বিক্ষোভ করেছেন শ্রমিক-কর্মচারীরা। বিক্ষোভের জেরে অনির্দিষ্টকালের জন্য মিলের আখ মাড়াই কার্যক্রম বন্ধ ঘোষণা করেন তারা। এরপর রাতে অবরুদ্ধ করা হয় চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাব্বিক হাসানকে। ঘটনাস্থলে সেনা বাহিনীর সদস্যরা পৌঁছে তাকে মুক্ত করেন।

জানা গেছে, কেরু অ্যান্ড কোম্পানির পার্বতীপুর বন্ডেড ওয়্যার হাউজের ইনচার্জ ও আসন্ন কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী সৌমিক হাসান রূপমকে সম্প্রতি পঞ্চগড় সুগার মিলের সিনিয়র করণিক পদে বদলির আদেশ দেয়া হয়। এ খবর ছড়িয়ে পড়লে গতকাল দুপুর থেকে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির শ্রমিক-কর্মচারীরা। তারা আখ মাড়াই মৌসুমে চলমান কারখানা, বয়লার ও মিলের ডোঙা বন্ধ করে দেন। পরে মিলের প্রধান ফটকের সামনে বেশ কয়েকটি টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকে।

বিকেল পাঁচটার দিকে কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নেতা ফিরোজ আহম্মেদ সবুজ, তৈয়ব আলী, হাফিজুর রহমান, জয়নুল আবেদীন নফরসহ কয়েকজন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসানের সাথে গেস্ট হাউজে জরুরি বৈঠকে বসেন। সেখানে বদলির আদেশ প্রত্যাহারের দাবি তুললেও কোনো সুরাহা হয়নি। পরে রাত পর্যন্ত জেনারেল অফিসের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করতে থাকেন বিক্ষুব্ধরা।

এসময় বিক্ষোভকারীরা ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাব্বিক হাসানকে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে রাত ৯টার দিকে তাকে উদ্ধার করতে যান দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মমতাজ মহল। এসময় ইউএনও’র গাড়িতে এমডি বের হতে গেলে তার গাড়ির সামনে রাস্তায় শুয়ে পড়েন আন্দোলনকারীরা। পরে অবস্থা বেগতিক হলে ঘটনাস্থলে পৌঁছান চুয়াডাঙ্গার আর্মি ক্যাম্পের সদস্যরা। সেনাবাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের সাথে কথা বলে রাত ১১টার দিকে ব্যবস্থাপনা পরিচালককে মুক্ত করেন।

কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আহম্মেদ সবুজ বলেন, ‘কর্র্তৃপক্ষ তো এক ধাপ এগিয়েছে। তা ছাড়া আন্দোলনের সময়তো শেষ হয়ে যাচ্ছে না। আমি শ্রমিকদের নিষেধ করলেও তারা আমার কথা শুনছে না। যার কারণে আমি আমার সংগঠনের অফিসে এসে বসে আছি।’

মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাব্বিক হাসান জানান, ওই কর্মচারীর নামে শিল্প মন্ত্রণালয়ে বেশ কয়েকটি অভিযোগ গেছে। যার ফলে মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চিফ অব পার্সোনাল হামিদুল হক স্বাক্ষরিত পত্রে বৃহস্পতিবার বদলির আদেশ হাতে পাওয়া যায়। তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রার্থী সৌমিক হাসান রূপমের বদলির আদেশ স্থগিত করার জন্য কর্পোরেশনের চেয়ারম্যান ও শিল্প সচিব বরাবর একটি লিখিত আবেদন করা হয়েছে। মিলটি এভাবে বন্ধ থাকলে বিপুল পরিমাণ অর্থনৈতিক লোকসান হতে পারে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আখ মাড়াই কার্যক্রম বন্ধ ছিল।