দামুড়হুদায় নাঈম বীজ ভান্ডারে অতিরিক্ত সার মজুদের অভিযোগ
ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা জরিমানা
- আপলোড টাইম : ০৯:৩০:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫
- / ৪৭ বার পড়া হয়েছে
দামুড়হুদার নাইম বীজ ভান্ডারের গোডাউনে অতিরিক্ত সার রাখার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই জরিমানা আদায় করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান।
জানা যায়, দামুড়হুদা উপজেলার চাষীদের সার সংকট দেখিয়ে নাঈম বীজ ভান্ডারের গোডাউনে অতিরিক্ত সার মজুদ রাখা হয়। এমন সংবাদ পেয়ে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এইচ তাসফিকুর রহমান ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা মিলে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অতিরিক্ত সার রাখার অপরাধে সার ব্যবস্থাপনা আইন-২০০৬ এর আইনে নাঈম বীজ ভান্ডারের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করবেন দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার ও মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান। এদিকে, একই দিনে নাঈম বীজ ভান্ডারের গোডাউন থেকে ৫৫ বস্তা বিভিন্ন সার পাখিভ্যানে পলিথিন মুড়িয়ে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনগণ আটক করে। পরে স্থানীয় জনগণ ৫৫ বস্তা সার থানা হেফাজতে দেন।