ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্মেলন
- আপলোড টাইম : ০৯:২২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫
- / ২৮ বার পড়া হয়েছে
‘টাকা মাত্র ১০ হাজার, খুলবে ব্যবসার দ্বার’ স্লোগানে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন ঝিনাইদহ জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহ শিশু একাডেমি মিলনায়তনে ব্যবসায়ীদের এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ শহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য দেন। ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মো. জিয়াউল ইসলাম খানের সভাপতিত্ব অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় সহকারী জেনারেল সেক্রেটারি ইঞ্জিনিয়ার কাজী আবিদ হাসান, সংগঠনের জেলা পরিবেশক আব্দুল মতিন ও ব্যবসায়ী আব্দুস সবুর বক্তব্য দেন। সম্মেলনে সারা জেলায় প্রায় সহস্রাধিক ব্যবসায়ী অংশগ্রহণ করেন। প্রধান অতিথি মুহম্মদ শহিদুল ইসলাম বলেন, এই সংগঠনের মূল উদ্দেশ্য দেশে ক্ষুদ্র ব্যবসায়ী ও বিনিয়োগ সৃষ্টি করা। অল্প টাকায় কীভাবে একজন সফল ব্যবসায়ী হয়ে ওঠা যায়, এ বিষয়ে ব্যবসায়ীদের দিকনির্দেশনাও দেন তিনি।