ইসলামী যুব আন্দোলনের ঝিনাইদহ জেলা সম্মেলন অনুষ্ঠিত
সভাপতি রাসেল ও সেক্রেটারি আরিফুর রহমান
- আপলোড টাইম : ০৯:২০:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫
- / ৩৬ বার পড়া হয়েছে
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার ৫ম যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি মুফতি আলী হুসাইনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি ইঞ্জিনিয়ার মুহাম্মাদ মারুফ শেখ।
‘ঐক্যবদ্ধ ও পরিশুদ্ধ সমাজ গড়ি, বৈষম্যহীন ইনসাফভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দুর্নীতিবিরোধী অবস্থানের মধ্যদিয়ে যুব সমাজের আস্থার পাত্র হয়ে উঠেছে। দেশের যুবকেরা এখন চাঁদাবাজ, টেন্ডারবাজদেরকে রুখে দিচ্ছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে। দেশে এখন লাখ লাখ যুবক ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর আদর্শ লালন করে। চব্বিশের বিপ্লবে আমাদের হাজার হাজার নেতাকর্মী প্রথম সারিতে থেকে লড়াই করেছে। দেশে আর কোনো চাঁদাবাজ, গুন্ডাদের দৌরাত্ম্য মেনে নেয়া হবে না।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এম এ হাসিব গোলদার, তথ্য ও গবেষণা সম্পাদক মুফতী আহমদ আব্দুল জলিল, ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝিনাইদহ জেলা সভাপতি ডা. এইচ এম মোমতাজুল করীম, সেক্রেটারি প্রভাষক মাওলানা শিহাব উদ্দীন। আরও বক্তব্য দেন ইসলামী যুব আন্দোলনের ঝিনাইদহ জেলা ও বিভিন্ন উপজেলা নেতৃবৃন্দ, স্থানীয় শিক্ষাবিদ ও রাজনীতিবিদরা।
সম্মেলনে প্রধান অতিথি তাঁর বক্তব্য শেষে বিগত সেশনের কমিটি বিলুপ্ত করে ২০২৫-২৬ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করেন। নতুন কমিটিতে সভাপতি মুফতী মুহাম্মাদ রাসেল উদ্দীন, সহসভাপতি, মাওলানা নাজমুল হক ও সেক্রেটারি মুফতি আরিফুর রহমানের নাম ঘোষণা করা হয়।