ইপেপার । আজ সোমবার, ২৪ মার্চ ২০২৫

জীবননগরের পেয়ারাতলা ফল বাজার কমিটি গঠন

চাষী রমজান সভাপতি ও সরোয়ার সম্পাদক

জীবননগর অফিস:
  • আপলোড টাইম : ০৯:১৯:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫
  • / ২৪ বার পড়া হয়েছে

জীবননগর উপজেলার পেয়ারাতলা ফল বাজারের কমিটি গঠন করা হয়েছে। ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটিতে সাংবাদিক চাষী রমজানকে সভাপতি ও সরোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। বাকি সদস্যদের নামের তালিকা পরে চূড়ান্ত করা হবে জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আলোচনা সভা শেষে এই কমিটি গঠন করা হয়।

সভায় আহ্বায়ক সাবেক পৌর কমিশনার হাসান আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ফ্রেশ ফল ভান্ডারের স্বত্ত্বাধিকারী আরিফুজ্জামান (আরিফ), পেয়ারাতলা ফল ভান্ডারে পরিচালক তরিকুল ইসলাম (তারা), বিশ্বাস ফল ভান্ডারের আবুল কাশেম মুন্সী, আজমেরি ফল ভান্ডারের মো. আলী হোসেন খান, গ্রীন এগ্রো প্ল্যানেটের স্বত্ত্বাধিকারী রুহুল আমিন রিটন, আন্দুলবাড়ীয়া ফল ভান্ডারের পরিচালক বক্তিয়ার ফিরোজ, লক্ষ্মীপুর ফল ভান্ডারের পরিচালক হাসান আলী, লাল সবুজ ফল ভান্ডারের মতিয়ার রহমান, আল্লাহর দান ফল ভান্ডারের আজমত আলী, বৈশাখী ফল ভান্ডারের স্বত্ত্বাধিকারী সাইফুল ইসলাম, জীবননগর ফল ভান্ডারের মোহাম্মদ জাকির হোসেন, রূপ মিয়া, সততা ফল ভান্ডারের আব্দুর রহিম, মামা ভাগ্নে ফল ভান্ডারের বাপ্পি, বন্ধু ফল ভান্ডারের শাহীন, কাশিপুর ফল ভান্ডারের জুয়েল, দেশ ফল ভান্ডারের রাশেদ, আদর্শ ফল ভান্ডারের আব্দুল হালিম, ভাই ভাই ফল ভান্ডারের ইলিয়াস হোসেন, জসীম উদ্দিন প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

জীবননগরের পেয়ারাতলা ফল বাজার কমিটি গঠন

চাষী রমজান সভাপতি ও সরোয়ার সম্পাদক

আপলোড টাইম : ০৯:১৯:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫

জীবননগর উপজেলার পেয়ারাতলা ফল বাজারের কমিটি গঠন করা হয়েছে। ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটিতে সাংবাদিক চাষী রমজানকে সভাপতি ও সরোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। বাকি সদস্যদের নামের তালিকা পরে চূড়ান্ত করা হবে জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আলোচনা সভা শেষে এই কমিটি গঠন করা হয়।

সভায় আহ্বায়ক সাবেক পৌর কমিশনার হাসান আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ফ্রেশ ফল ভান্ডারের স্বত্ত্বাধিকারী আরিফুজ্জামান (আরিফ), পেয়ারাতলা ফল ভান্ডারে পরিচালক তরিকুল ইসলাম (তারা), বিশ্বাস ফল ভান্ডারের আবুল কাশেম মুন্সী, আজমেরি ফল ভান্ডারের মো. আলী হোসেন খান, গ্রীন এগ্রো প্ল্যানেটের স্বত্ত্বাধিকারী রুহুল আমিন রিটন, আন্দুলবাড়ীয়া ফল ভান্ডারের পরিচালক বক্তিয়ার ফিরোজ, লক্ষ্মীপুর ফল ভান্ডারের পরিচালক হাসান আলী, লাল সবুজ ফল ভান্ডারের মতিয়ার রহমান, আল্লাহর দান ফল ভান্ডারের আজমত আলী, বৈশাখী ফল ভান্ডারের স্বত্ত্বাধিকারী সাইফুল ইসলাম, জীবননগর ফল ভান্ডারের মোহাম্মদ জাকির হোসেন, রূপ মিয়া, সততা ফল ভান্ডারের আব্দুর রহিম, মামা ভাগ্নে ফল ভান্ডারের বাপ্পি, বন্ধু ফল ভান্ডারের শাহীন, কাশিপুর ফল ভান্ডারের জুয়েল, দেশ ফল ভান্ডারের রাশেদ, আদর্শ ফল ভান্ডারের আব্দুল হালিম, ভাই ভাই ফল ভান্ডারের ইলিয়াস হোসেন, জসীম উদ্দিন প্রমুখ।