মেহেরপুর এএলএম জিয়াউল হক ফ্রেন্ড ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ, বিদায়, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
- আপলোড টাইম : ০৯:১৭:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫
- / ৪৩ বার পড়া হয়েছে
মেহেরপুর এএলএম জিয়াউল হক ফ্রেন্ড ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ, বিদায় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান এবং তারুণ্যের উৎসব উপলক্ষে পিঠা মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অধ্যক্ষ মজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনিরুল ইসলাম। তিনি বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষার পাশাপাশি শরীর ঠিক রাখার জন্য পড়াশোনার ফাঁকে ফাঁকে খেলাধুলা করতে হবে।
এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করা হয়। শিক্ষক শাপলা খাতুন ও মফিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সহকারী শিক্ষক শেখ সোহরাওয়ার্দী জুয়েল। বিশেষ অতিথির বক্তব্য দেন অবসরপ্রাপ্ত শিক্ষক মো. মজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন আনারুল হক কালু। সব শেষে পিঠা উৎসব মেলায় বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিদ্যালয়ের ছাত্র ছাত্রী অভিভাবক উপস্থিত ছিলেন।