মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি হলেন সাইদুর
- আপলোড টাইম : ০৯:১৩:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫
- / ৩২ বার পড়া হয়েছে
মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি হিসেবে নিয়োগ পেয়েছেন মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এএসএম সাইদুল রাজ্জাক। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আইন ও বিচার বিভাগ সলিসিটর অনুবিভাগের (জিপি-পিপি শাখা) উপসলিসিটর (জিপি-পিপি) মোহাম্মদ আরিফুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত জানানো হয়। আওয়ামী লীগ সরকার পতনের পর পিপি পল্লব ভট্টাচার্যের নিয়োগ বাতিল করে গত বছর ১৮ নভেম্বর আবু সালে মো. নাসিমকে পিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রায় আড়াই মাস পর আবু সালেহ মো. নাসিমের নিয়োগ বাতিল করে এ এস এম সাইদুল রাজ্জাককে পিপি হিসেবে নিয়োগ দেওয়া হলো। একই সাথে অ্যাডভোকেট নার্গিস সুলতানাকে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মেহেরপুর সদর উপজেলা শালিকা গ্রামের জহিরুল হামিদের ছেলে এ এস সাইদুর রাজ্জাক ২০০৪ সালের ৩০ জুন মেহেরপুর জেলায় আইনজীবী সমিতিতে যোগদান করেন। অপরদিকে মেহেরপুর শহরের মল্লিক পাড়ার কমরুদ্দিনের মেয়ে নার্গিস সুলতানা ২০০২ সালের ৯ এপ্রিল আইন পেশায় যোগদান করেন।