মেহেরপুরে সিআরভিএস বাস্তবায়ন সংক্রান্ত কর্মশালা
- আপলোড টাইম : ০৯:১৪:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫
- / ২৪ বার পড়া হয়েছে
মেহেরপুরে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার নিমিত্ত সিআরভিএস বাস্তবায়ন সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহেনাজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগ সমন্বয় ও সংস্কারের সচিব মো. মাহমুদুল খান। বিশেষ অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগ সমন্বয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসান। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) তরিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. মহী উদ্দীন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাজওয়ার আকরাম শাকাপি ইবনে সাজ্জাদ, সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম, গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহ, সরকারী কমিশনার আবির হোসেন, সহকারী কমিশনার তানজিনা শারমিন দৃষ্টি, সদর উপজেলা স্বাস্থ্য পরিবারও পরিকল্পনা অফিসার আঞ্জুমান আরা, জেলা প্রাথমিক অফিসার রুহুল আমীন প্রমুখ।