চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় ডিআইজি রেজাউল হক
পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান
- আপলোড টাইম : ০৮:৫৭:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫
- / ৪৬ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক।
কল্যাণ সভায় ডিআইজি মো. রেজাউল হক অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও মতামত মনোযোগ সহকারে শোনেন এবং তা সমাধানের বিষয়ে দিকনির্দেশনা দেন। তিনি থানায় আগত সেবা প্রত্যাশীদের সঙ্গে ভালো ব্যবহার নিশ্চিত করা, জনগণের জানমাল রক্ষায় সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি পুলিশ সদস্যদের মনোবল চাঙ্গা রাখতে এবং মেসে স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। পরে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনের স্বীকৃতিস্বরূপ খুলনা রেঞ্জের ডিআইজি ১৪ জন পুলিশ সদস্যকে নগদ অর্থ পুরস্কার প্রদান করেন।
কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) কনক কুমার দাস, দামুড়হুদা সার্কেলের সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা, জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সকল থানার ওসি, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই, টিআই (প্রশাসন), ক্যাম্প ইনচার্জসহ অন্যান্য পুলিশ সদস্যরা।