চুয়াডাঙ্গায় ছাত্রদের টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
- আপলোড টাইম : ০৮:৫৪:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫
- / ৪৫ বার পড়া হয়েছে
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে চুয়াডাঙ্গায় টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রদের নিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গত সোমবার সকাল ১০টায় চুয়াডাঙ্গার পুরাতন স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মিজানুর রহমান। জেলা ক্রীড়া অফিসার মো. তানভীর হোসেনের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফিরোজ আহমেদ ও সহকারী পরিচালক জাকির হোসেন খান।
এছাড়া অতিথি হিসেবে সাবেক ক্রিকেটার মাহমুদুল হক লিটন, ক্রিকেটার শিপুল, ওমর ফরহাদ, জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১৯ দল চ্যাম্পিয়ন ও অনূর্ধ্ব-১৬ দল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন জেলা ক্রীড়া অফিসার তানভীর হোসেন ও যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তারা। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। গতকাল বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন জেলা ক্রীড়া অফিসার তানভীর হোসেন।