ইপেপার । আজ বুধবার, ২৬ মার্চ ২০২৫

চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

দিনব্যাপী বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও খাবার বিতরণ

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৮:৫৬:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫
  • / ২৮ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, খাবার বিতরণসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা সংগঠনের ইতিহাস, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এছাড়া স্থানীয় শিশু পরিবার, দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়, যা সমাজের প্রতি সংগঠনের দায়বদ্ধতার প্রতিফলন ঘটিয়েছে।


চুয়াডাঙ্গা:
‘মেধা ও সততায় গড়বো সবার বাংলাদেশ’ স্লোগানে চুয়াডাঙ্গায় ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। শিবিরের জেলা সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন শিবিরের জেলা সভাপতি সাগর আহম্মেদ, সাবেক সভাপতি নূর মোহাম্মদ হুসাইন টিপু ও সাবেক সভাপতি শফিউল আলম বকুল।
সমাবেশে ছাত্রশিবিরের জেলা সভাপতি সাগর আহম্মেদ বলেন, ‘আল্লাহর প্রতি শুকরিয়া, আজ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, একটি স্বৈরাচারমুক্ত প্রতিষ্ঠাবার্ষিকী আল্লাহ আমাদেরকে উপহার দিলেন। ১৯৭১ সালের পর কিছু চরিত্রহীন মানুষ বাংলাদেশকে স্বৈরাচারে রূপান্তরিত করেছিল। তারা চেয়েছিল, যারা ন্যায্য প্রতিষ্ঠা করতে ও যারা ইসলাম প্রেমিক, তাদের দমিয়ে দিতে। কিন্তু আমরা জানি যারা পরের জন্য কূপ কাটে, সেই কূপে তাদেরকে পড়তে হয়। স্বৈরাচাররা আমাদের পাকিস্তানে পাঠিয়ে দিতে চেয়েছিল। কিন্তু জাতির ক্রান্তিলগ্নে তারা ভারতে স্বামীর বাড়ি গিয়ে অবস্থান করেছে।’
এসময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের জেলা অর্থ সম্পাদক মোতালেব হোসেন, সাবেক সভাপতি মহসিন এমদাদুল্লাহ জামেন, হুমায়ন করিব, শহর সভাপতি আবু রায়হান, সরকারি কলেজ শাখার সভাপতি পারভেজ আলম, সেক্রেটারি মাসুদ রানা ও আইসিটি সম্পাদক বায়েজিদ হোসেন। সমাবেশ শেষে ছাত্রশিবিরের সদস্যদের নিয়ে শিবির সংগীতের মাধ্যমে কর্মসূচির সমাপ্ত ঘোষণা করেন জেলা সভাপতি সাগর আহম্মেদ।
এছাড়া, সন্ধ্যায় এতিম ও পথশিশুদের মধ্যে খাবার বিতরণ করে জেলা ছাত্রশিবির। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাড. রুহুল আমিন।


মেহেরপুর:
৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইসলামী ছাত্রশিবিরের মেহেরপুর জেলা শাখার উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন। জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর পৌর জামায়াতে ইসলামীর আমির সোহেল রানা ডলার। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পৌর শিবিরের সভাপতি আবু রায়হান, মুজিবনগর উপজেলা শিবিরের সভাপতি আবু তালহা প্রমুখ। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি মিছিল বের করা হয়, যা জেলা সভাপতি সাখাওয়াত হোসেনের নেতৃত্বে কোর্ট চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর কলেজ মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিলে মেহেরপুর জেলা ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাবেক জেলা সভাপতি সাব্বির আহমেদ, সদর উপজেলা সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক তুহিন রানা, গাংনী উপজেলা সভাপতি শিহাব আলী, সাধারণ সম্পাদক আল জাবির, মুজিবনগর সভাপতি আবু তালহা, সাধারণ সম্পাদক অনিক হোসেন, মেহেরপুর পৌর সভাপতি আবু রায়হান, সাধারণ সম্পাদক খালিদ হোসেনসহ জেলা ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


ঝিনাইদহ:
ঝিনাইদহ শহর শাখার উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে ছাত্রশিবির। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহ পুরাতন ডিসি কোর্ট থেকে বর্ণাঢ্য র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান পায়রা চত্বর প্রদক্ষিণ করে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড চৌরাস্তায় এসে শেষ হয়। র‌্যালিতে শহর ও আশপাশের বিভিন্ন থানা থেকে বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের ঝিনাইদহ শহর শাখার সভাপতি মেহেদী হাসান রাজু, সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন, অফিস সম্পাদক মাসুদ রানা পারভেজ, অর্থ সম্পাদক আবরার জাহিন রনি এবং বিভিন্ন থানা ও শহর শাখার নেতৃবৃন্দ। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সংগঠনের আদর্শ ও কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, ইসলামী ছাত্রশিবির শিক্ষার্থীদের নৈতিক ও চারিত্রিক গঠনে ভূমিকা রেখে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। তারা সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

দিনব্যাপী বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও খাবার বিতরণ

আপলোড টাইম : ০৮:৫৬:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, খাবার বিতরণসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা সংগঠনের ইতিহাস, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এছাড়া স্থানীয় শিশু পরিবার, দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়, যা সমাজের প্রতি সংগঠনের দায়বদ্ধতার প্রতিফলন ঘটিয়েছে।


চুয়াডাঙ্গা:
‘মেধা ও সততায় গড়বো সবার বাংলাদেশ’ স্লোগানে চুয়াডাঙ্গায় ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। শিবিরের জেলা সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন শিবিরের জেলা সভাপতি সাগর আহম্মেদ, সাবেক সভাপতি নূর মোহাম্মদ হুসাইন টিপু ও সাবেক সভাপতি শফিউল আলম বকুল।
সমাবেশে ছাত্রশিবিরের জেলা সভাপতি সাগর আহম্মেদ বলেন, ‘আল্লাহর প্রতি শুকরিয়া, আজ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, একটি স্বৈরাচারমুক্ত প্রতিষ্ঠাবার্ষিকী আল্লাহ আমাদেরকে উপহার দিলেন। ১৯৭১ সালের পর কিছু চরিত্রহীন মানুষ বাংলাদেশকে স্বৈরাচারে রূপান্তরিত করেছিল। তারা চেয়েছিল, যারা ন্যায্য প্রতিষ্ঠা করতে ও যারা ইসলাম প্রেমিক, তাদের দমিয়ে দিতে। কিন্তু আমরা জানি যারা পরের জন্য কূপ কাটে, সেই কূপে তাদেরকে পড়তে হয়। স্বৈরাচাররা আমাদের পাকিস্তানে পাঠিয়ে দিতে চেয়েছিল। কিন্তু জাতির ক্রান্তিলগ্নে তারা ভারতে স্বামীর বাড়ি গিয়ে অবস্থান করেছে।’
এসময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের জেলা অর্থ সম্পাদক মোতালেব হোসেন, সাবেক সভাপতি মহসিন এমদাদুল্লাহ জামেন, হুমায়ন করিব, শহর সভাপতি আবু রায়হান, সরকারি কলেজ শাখার সভাপতি পারভেজ আলম, সেক্রেটারি মাসুদ রানা ও আইসিটি সম্পাদক বায়েজিদ হোসেন। সমাবেশ শেষে ছাত্রশিবিরের সদস্যদের নিয়ে শিবির সংগীতের মাধ্যমে কর্মসূচির সমাপ্ত ঘোষণা করেন জেলা সভাপতি সাগর আহম্মেদ।
এছাড়া, সন্ধ্যায় এতিম ও পথশিশুদের মধ্যে খাবার বিতরণ করে জেলা ছাত্রশিবির। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাড. রুহুল আমিন।


মেহেরপুর:
৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইসলামী ছাত্রশিবিরের মেহেরপুর জেলা শাখার উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন। জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর পৌর জামায়াতে ইসলামীর আমির সোহেল রানা ডলার। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পৌর শিবিরের সভাপতি আবু রায়হান, মুজিবনগর উপজেলা শিবিরের সভাপতি আবু তালহা প্রমুখ। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি মিছিল বের করা হয়, যা জেলা সভাপতি সাখাওয়াত হোসেনের নেতৃত্বে কোর্ট চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর কলেজ মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিলে মেহেরপুর জেলা ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাবেক জেলা সভাপতি সাব্বির আহমেদ, সদর উপজেলা সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক তুহিন রানা, গাংনী উপজেলা সভাপতি শিহাব আলী, সাধারণ সম্পাদক আল জাবির, মুজিবনগর সভাপতি আবু তালহা, সাধারণ সম্পাদক অনিক হোসেন, মেহেরপুর পৌর সভাপতি আবু রায়হান, সাধারণ সম্পাদক খালিদ হোসেনসহ জেলা ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


ঝিনাইদহ:
ঝিনাইদহ শহর শাখার উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে ছাত্রশিবির। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহ পুরাতন ডিসি কোর্ট থেকে বর্ণাঢ্য র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান পায়রা চত্বর প্রদক্ষিণ করে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড চৌরাস্তায় এসে শেষ হয়। র‌্যালিতে শহর ও আশপাশের বিভিন্ন থানা থেকে বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের ঝিনাইদহ শহর শাখার সভাপতি মেহেদী হাসান রাজু, সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন, অফিস সম্পাদক মাসুদ রানা পারভেজ, অর্থ সম্পাদক আবরার জাহিন রনি এবং বিভিন্ন থানা ও শহর শাখার নেতৃবৃন্দ। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সংগঠনের আদর্শ ও কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, ইসলামী ছাত্রশিবির শিক্ষার্থীদের নৈতিক ও চারিত্রিক গঠনে ভূমিকা রেখে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। তারা সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।