দামুড়হুদায় মরাগাং দখল নিয়ে প্রতিপক্ষের হামলা, থানায় অভিযোগ
কোটের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আবারও চাষাবাদ
- আপলোড টাইম : ১০:২২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫
- / ৬১ বার পড়া হয়েছে
দামুড়হুদার কাদিপুর গ্রামের পাশে মরাগাং দখল নিয়ে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। কোটের নিষেধাজ্ঞা সত্ত্বেও জমির দখল মুক্ত হয়নি। গত মঙ্গলবার দামুড়হুদা মডেল থানা পুলিশ কোর্টের নির্দেশনা অনুযায়ী মরাগাংয়ের চাষাবাদ বন্ধ করে দেয়। তবে এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে কাদিপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে জিয়া, গোবিন্দপুর গ্রামের হিবাত মোল্লার ছেলে পিয়ার আলী, একই গ্রামের বাদু মণ্ডলের ছেলে জুয়েল ও শাহাজাহানের ছেলে মিল্টনসহ তাদের সহযোগীরা গতকাল বুধবার দুপুর ২টার দিকে মরাগাংয়ের জমিতে গিয়ে পুনরায় চাষাবাদ শুরু করে। এ বিষয়ে জানতে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।
পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বেলা ১১টার দিকে গরিবুল্লা গং ও ওহিদুজ্জামান গং মরাগাংয়ের জমিতে ধান লাগানোর প্রস্তুতি নিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কোটের ১৪৫ ধারার নির্দেশনা অনুযায়ী উভয় পক্ষকে সতর্ক করে এবং জমিতে প্রবেশ নিষিদ্ধ করে। এরপরও গতকাল প্রতিপক্ষ চাষাবাদ চালিয়ে যায়।
এদিকে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জমি দখল সংক্রান্ত বিরোধের জেরে গোবিন্দপুর গ্রামের মৃত ইমান আলীর ছেলে কালাম (৪৫) ও তার ভাগ্নে মৃত মোশাররফ হোসেনের ছেলে আশাদুল (৩৬)-এর ওপর হামলা চালিয়ে তাদের কাছ থেকে ৭ হাজার ১০০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। পরে কালাম বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে গোবিন্দপুর গ্রামের শাহাজাহানের ছেলে মিল্টনকে (৩৮) মূল আসামি করা হয়েছে। এছাড়া, মৃত কাশেম আলীর ছেলে আজগার আলী ও মৃত ওসমান মণ্ডলের ছেলে ওহিদুজ্জামানকে হুকুমদাতা হিসেবে অভিযুক্ত করা হয়েছে।