ইপেপার । আজ বুধবার, ২৬ মার্চ ২০২৫

সীমান্তে অবৈধ পারাপারের সময় যুবকসহ ১২ জন আটক

বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিল ও মদ উদ্ধার

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১০:০১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫
  • / ৪৮ বার পড়া হয়েছে

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে এক যুবককে ভারতীয় মদসহ ও অবৈধ পারাপারের সময় আরও ১২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়া বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল ও মদ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নতুনপাড়া সীমান্তে যৌথ অভিযান চালিয়ে রকিবুল ইসলাম (২৫) নামে এক যুবককে ১৯ বোতল ভারতীয় মদসহ আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের পরিদর্শক মো. আতাউর রহমান। আটক রকিবুল ইসলাম নতুনপাড়া গ্রামের বাসিন্দা। তাকে উদ্ধারকৃত মাদকসহ জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।
একই রাতে নতুনপাড়া সীমান্তের আমবাগান থেকে ৭০ বোতল ফেনসিডিল, আকন্দবাড়িয়া গ্রামের আখখেত থেকে ৫০ বোতল ভারতীয় মদ, ছটাংগাপাড়া গ্রামের মাঠ থেকে ৮৩ বোতল ভারতীয় মদ এবং হালিমের আমবাগান থেকে ৫৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসব অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি।

এদিকে, গতকাল বুধবার সকালে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) বাঘাডাঙ্গা ও পলিয়ানপুর বিওপির নিয়মিত টহলের সময় ১২ জন বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে আটক করা হয়। তাদের মধ্যে একজন দালালও রয়েছে। বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর থানায় সোপর্দ করা হয়েছে। গতকাল রাতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বিজিবির পক্ষ থেকে আরও হয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যহত থাকবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

সীমান্তে অবৈধ পারাপারের সময় যুবকসহ ১২ জন আটক

বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিল ও মদ উদ্ধার

আপলোড টাইম : ১০:০১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে এক যুবককে ভারতীয় মদসহ ও অবৈধ পারাপারের সময় আরও ১২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়া বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল ও মদ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নতুনপাড়া সীমান্তে যৌথ অভিযান চালিয়ে রকিবুল ইসলাম (২৫) নামে এক যুবককে ১৯ বোতল ভারতীয় মদসহ আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের পরিদর্শক মো. আতাউর রহমান। আটক রকিবুল ইসলাম নতুনপাড়া গ্রামের বাসিন্দা। তাকে উদ্ধারকৃত মাদকসহ জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।
একই রাতে নতুনপাড়া সীমান্তের আমবাগান থেকে ৭০ বোতল ফেনসিডিল, আকন্দবাড়িয়া গ্রামের আখখেত থেকে ৫০ বোতল ভারতীয় মদ, ছটাংগাপাড়া গ্রামের মাঠ থেকে ৮৩ বোতল ভারতীয় মদ এবং হালিমের আমবাগান থেকে ৫৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসব অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি।

এদিকে, গতকাল বুধবার সকালে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) বাঘাডাঙ্গা ও পলিয়ানপুর বিওপির নিয়মিত টহলের সময় ১২ জন বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে আটক করা হয়। তাদের মধ্যে একজন দালালও রয়েছে। বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর থানায় সোপর্দ করা হয়েছে। গতকাল রাতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বিজিবির পক্ষ থেকে আরও হয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যহত থাকবে।