গাংনীতে ওয়ার্ড জামায়াতের কর্মী সভা অনুষ্ঠিত
- আপলোড টাইম : ০৯:২৬:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫
- / ৪৫ বার পড়া হয়েছে
মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামীর কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় ইউনিয়নের হাড়িয়াদহ গ্রামের দক্ষিণপাড়া জামে মসজিদে এর আয়োজন করে জামায়াতে ইসলামীর হাড়িয়াদহ ওয়ার্ড শাখা। হাড়িয়াদহ ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন মেহেরপুর জেলা জামায়াতের রাজনৈতিক বিষয়ক সেক্রেটারি কাজী রুহুল আমীন।
রাইপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মনায়োর হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা জামায়াতের আমির ডা. রবিউল ইসলাম, জেলা জামায়াতের সূরা সদস্য ও গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল হুদা, গাংনী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এসময় আরও উপস্থিত ছিলেন জামায়াতের হাড়িয়াদহ ইউনিট সভাপতি সহরুদ্দীন, সেক্রেটারি গাইসুল আজম, জামায়াতের হাড়িয়াদহ মধ্যেপাড়া ইউনিট সভাপতি খলিলুর রহমান, সেক্রেটারি তাফোজ্জেল হোসেন, উত্তরপাড়া ইউনিট সভাপতি আকবর হোসেন, সেক্রেটারি ফারুক হোসেনসহ জামায়াতের কর্মী-সমর্থকেরা।