ইপেপার । আজ সোমবার, ২৪ মার্চ ২০২৫

দামুড়হুদায় ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা

প্রতিবেদক, দামুড়হুদা:
  • আপলোড টাইম : ০৮:৫০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫
  • / ৪৪ বার পড়া হয়েছে

দামুড়হুদায় ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে গতকাল বুধবার বিকেল সাড়ে চারটায় দামুড়হুদা মিনি স্টেডিয়াম মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত ২৯ জানুয়ারি শুরু হওয়া এ প্রতিযোগিতায় উপজেলার ৫৩টি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া ও অ্যাথলেট মিলিয়ে ৪৭টি ইভেন্টে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম বজলুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মমতাজ মহল।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোছা. মমতাজ মহল বলেন, ‘এই ক্রীড়া প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে, প্রত্যেকেই স্বপ্ন নিয়ে এসেছে। জয়-পরাজয় মুখ্য নয়, বরং নিজেদের যোগ্যতা তুলে ধরার জন্য এত বড় ক্রীড়া ইভেন্টে অংশ নেওয়াটাই গুরুত্বপূর্ণ। আমি মেয়েদের ভলিবল খেলা দেখেছি, দুই দলের মধ্যে জমজমাট লড়াই হচ্ছিল- কে হারবে, কে জিতবে, বুঝতেই পারছিলাম না। যারা জিতেছে, তারা ভালো খেলেছে, আর যারা হেরেছে, তাদের জন্য এটা হার নয়-এটাই নতুন জয়ের শুরু। আগামী বছর তারা নতুন স্বপ্ন নিয়ে আবারও প্রতিযোগিতায় অংশ নেবে এবং নিজেদের সেরাটা দিয়ে যোগ্যতা প্রমাণ করবে। তবে খেলাধুলার পাশাপাশি অবশ্যই পড়াশোনার টেবিলে বেশি সময় দিতে হবে, তাহলেই আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে পারব।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, উপজেলা জামায়াতের আমির নায়েব আলী, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, দামুড়হুদা সরকারি পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বারী, সাধারণ সম্পাদক পাটাচোরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজান আলী ও কোষাধ্যক্ষ জুড়ানপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল হকসহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে আয়োজিত এ শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে নিজেদের যোগ্যতা তুলে ধরে ক্রীড়ামোদীদের মুগ্ধ করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

দামুড়হুদায় ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা

আপলোড টাইম : ০৮:৫০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫

দামুড়হুদায় ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে গতকাল বুধবার বিকেল সাড়ে চারটায় দামুড়হুদা মিনি স্টেডিয়াম মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত ২৯ জানুয়ারি শুরু হওয়া এ প্রতিযোগিতায় উপজেলার ৫৩টি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া ও অ্যাথলেট মিলিয়ে ৪৭টি ইভেন্টে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম বজলুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মমতাজ মহল।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোছা. মমতাজ মহল বলেন, ‘এই ক্রীড়া প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে, প্রত্যেকেই স্বপ্ন নিয়ে এসেছে। জয়-পরাজয় মুখ্য নয়, বরং নিজেদের যোগ্যতা তুলে ধরার জন্য এত বড় ক্রীড়া ইভেন্টে অংশ নেওয়াটাই গুরুত্বপূর্ণ। আমি মেয়েদের ভলিবল খেলা দেখেছি, দুই দলের মধ্যে জমজমাট লড়াই হচ্ছিল- কে হারবে, কে জিতবে, বুঝতেই পারছিলাম না। যারা জিতেছে, তারা ভালো খেলেছে, আর যারা হেরেছে, তাদের জন্য এটা হার নয়-এটাই নতুন জয়ের শুরু। আগামী বছর তারা নতুন স্বপ্ন নিয়ে আবারও প্রতিযোগিতায় অংশ নেবে এবং নিজেদের সেরাটা দিয়ে যোগ্যতা প্রমাণ করবে। তবে খেলাধুলার পাশাপাশি অবশ্যই পড়াশোনার টেবিলে বেশি সময় দিতে হবে, তাহলেই আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে পারব।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, উপজেলা জামায়াতের আমির নায়েব আলী, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, দামুড়হুদা সরকারি পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বারী, সাধারণ সম্পাদক পাটাচোরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজান আলী ও কোষাধ্যক্ষ জুড়ানপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল হকসহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে আয়োজিত এ শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে নিজেদের যোগ্যতা তুলে ধরে ক্রীড়ামোদীদের মুগ্ধ করেন।