ইপেপার । আজ বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গার বিশিষ্ট কথা সাহিত্যিক কবি মনজু খন্দকারের ‘অতঃপর কবি এবং কবিতায়’ গ্রন্থের মোড়ক উন্মোচন

আলমডাঙ্গা অফিস:
  • আপলোড টাইম : ০৯:৫৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫
  • / ১২ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার সন্তান কথা সাহিত্যিক ও কবি মনজু খন্দকারের ‘অতঃপর কবি এবং কবিতায়’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকায় অমর একুশে বই মেলার তৃতীয় দিনে চারু সাহিত্যঙ্গন প্রকাশনা থেকে প্রকাশিত তার একক কাব্যগ্রন্থ সোহরাওয়ার্দী উদ্যানে ৪৮৮ নম্বর স্টলের সামনে বিশিষ্ট লেখক, গবেষক, দৈনিক আলেকিত বাংলাদেশের সম্পাদক ও অন্যধারা সাহিত্য সংসদের কর্ণধার ড. সৈয়দ রনোর সভাপতিত্বে মোড়ক উন্মোচিন হয়।

অনুষ্ঠানে প্রাধান অতিথি ছিলেন বাংলাদেশের বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ছটকু আহম্মেদ। মোড়ক উন্মোচন করেন কবি, সাহিত্যিক ও গবেষক দৈনিক দেশ জগৎ-এর সম্পাদক জাতীয় কবিতা মঞ্চের সভাপতি মাহমুদুল হাসান নিজামী। অনুষ্ঠানে গ্রন্থটির প্রকাশক সাইফুল ইসলামও উপস্থিত ছিলেন।

মনজু খন্দকারের ‘অতঃপর কবি এবং কবিতায়; গ্রন্থটি তার ষষ্ঠতম প্রকাশিত গ্রন্থ। মনজু খন্দকারের প্রত্যেকটির গ্রন্থের নাম কারণে অতঃপর শব্দটি খুঁজে পাওয়া যায়। কবি মোজাফ্ফ বাবুর উপস্থাপনায় মোড়ক উন্মোচনে কবি তোফিক কামাল, কবি কমল দাস, কবি হাসান মাহমুদ, কবি কবির হুমায়ন, বেতার ও টেলিভিশনের উপস্থাপক কবি তানজিন ফেরদোস, মানবাধিকার কর্মী ও নারী উদ্যোক্তা হাবিবা মোস্তাকিম, বিশিষ্ট লেখক ও চলচ্চিত্রকার বিএম এরশাদ, কবি ফারজানা, বিশিষ্ট ব্যবসায়িক আল আমিন, সমাজসেবক খাদেমুল, চয়না, গোলাম নবী টিটু, ডা. শারমিন কাজল, ব্যবসায়িক বেললুর রহমান, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা শহীদুল ইসলাম, চাঁদনি, আবুল ফাত্তার উপস্থিত ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গার বিশিষ্ট কথা সাহিত্যিক কবি মনজু খন্দকারের ‘অতঃপর কবি এবং কবিতায়’ গ্রন্থের মোড়ক উন্মোচন

আপলোড টাইম : ০৯:৫৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গার সন্তান কথা সাহিত্যিক ও কবি মনজু খন্দকারের ‘অতঃপর কবি এবং কবিতায়’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকায় অমর একুশে বই মেলার তৃতীয় দিনে চারু সাহিত্যঙ্গন প্রকাশনা থেকে প্রকাশিত তার একক কাব্যগ্রন্থ সোহরাওয়ার্দী উদ্যানে ৪৮৮ নম্বর স্টলের সামনে বিশিষ্ট লেখক, গবেষক, দৈনিক আলেকিত বাংলাদেশের সম্পাদক ও অন্যধারা সাহিত্য সংসদের কর্ণধার ড. সৈয়দ রনোর সভাপতিত্বে মোড়ক উন্মোচিন হয়।

অনুষ্ঠানে প্রাধান অতিথি ছিলেন বাংলাদেশের বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ছটকু আহম্মেদ। মোড়ক উন্মোচন করেন কবি, সাহিত্যিক ও গবেষক দৈনিক দেশ জগৎ-এর সম্পাদক জাতীয় কবিতা মঞ্চের সভাপতি মাহমুদুল হাসান নিজামী। অনুষ্ঠানে গ্রন্থটির প্রকাশক সাইফুল ইসলামও উপস্থিত ছিলেন।

মনজু খন্দকারের ‘অতঃপর কবি এবং কবিতায়; গ্রন্থটি তার ষষ্ঠতম প্রকাশিত গ্রন্থ। মনজু খন্দকারের প্রত্যেকটির গ্রন্থের নাম কারণে অতঃপর শব্দটি খুঁজে পাওয়া যায়। কবি মোজাফ্ফ বাবুর উপস্থাপনায় মোড়ক উন্মোচনে কবি তোফিক কামাল, কবি কমল দাস, কবি হাসান মাহমুদ, কবি কবির হুমায়ন, বেতার ও টেলিভিশনের উপস্থাপক কবি তানজিন ফেরদোস, মানবাধিকার কর্মী ও নারী উদ্যোক্তা হাবিবা মোস্তাকিম, বিশিষ্ট লেখক ও চলচ্চিত্রকার বিএম এরশাদ, কবি ফারজানা, বিশিষ্ট ব্যবসায়িক আল আমিন, সমাজসেবক খাদেমুল, চয়না, গোলাম নবী টিটু, ডা. শারমিন কাজল, ব্যবসায়িক বেললুর রহমান, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা শহীদুল ইসলাম, চাঁদনি, আবুল ফাত্তার উপস্থিত ছিলেন।