আলমডাঙ্গায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
- আপলোড টাইম : ০৯:৪৯:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫
- / ২১ বার পড়া হয়েছে
আলমডাঙ্গায় ৫৩তম জাতীয় স্কুল ও কারিগরি শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার দিলারা চৌধুরী। প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম। তিনি বলেন, ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল। তোমাদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করতে হবে। খেলাধুলা করলে শরীর ও মন সুস্থ ও ভালো থাকে।
অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনাদের সন্তানের চলাফেরা লক্ষ্য করবেন। আপনার সন্তান কোথায় যায়, কী করে, সেদিকে খেয়াল রাখবেন। আপনার সন্তান সন্ধ্যার পর বাইরে থাকলে হবে না। তাকে সন্ধ্যার আগেই বাড়িতে ফিরতে হবে, সেদিকে বিশেষ নজর দিতে হবে।
শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীদের হাতে মোবাইল দেবেন না। তবে জরুরি কাজের ক্ষেত্রে বিশেষ করে মোবাইলে অনলাইনে ক্লাস করতে হয়, তেমন কারণে দেবেন। মোবাইলের ব্যবহার ঠিকমতো করছে কি না, সেদিকে খেয়াল রাখবেন। অভিভাবকদের বলি, আপনাদের সন্তানের ওপর কোনো কিছু চাপিয়ে দিবেন না। তার পছন্দকে প্রাধান্য দিতে হবে। আজকে কয়েকটি খেলা দেখে আমি অভিভূত হয়েছি। সাইকেল খেলা অন্যতম। আমরা বিশ্বাস করি তোমরা চুয়াডাঙ্গা জেলা চ্যাম্পিয়ন হয়ে বিভাগে যাবে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা শিক্ষা অফিসার জিয়াউল হক, একাডেমিক সুপারভাইজার ইমরুল হক, আলমডাঙ্গা সরকারি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, আলমডাঙ্গা আলিম মাদ্রাসার অধ্যক্ষ সিরাজুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা মহিলা দলের সভাপতি ও সাবেক শিক্ষক রউফুন নাহার রিনা, চুয়াডাঙ্গা জেলা শিক্ষক সমিতির সভাপতি ফজলুর রহমান, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. নুর হোসেন, আলমডাঙ্গা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সাবেক শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম সাগর প্রমুখ।