আলমডাঙ্গায় ২১ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার
- আপলোড টাইম : ০৯:৪৮:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫
- / ১৩ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা থানা-পুলিশ অভিযান চালিয়ে ২১ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেটসহ মো. শান্ত (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. মাসুদুর রহমানের নেতৃত্বে এসআই শংকর কুমার হীরা মুন্সিগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। শান্ত মুন্সিগঞ্জ স্টেশনপাড়ার আনসার আলীর ছেলে। পুলিশ জানায়, শান্তর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আজ বুধবার তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হবে।
এদিকে, আলমডাঙ্গা থানা-পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে ১৩০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা ও নগদ ১ হাজার ২০০ টাকাসহ মো. মজনু মন্ডল (৬০) নামের একজনকে গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. মাসুদুর রহমানের নেতৃত্বে এসআই মো. ওয়াহিদুল ইসলাম আলমডাঙ্গা পৌর নতুন বাসস্ট্যান্ড হতে ফরিদপুর গামী পাঁকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মামলা রুজু করা হয়েছে।