ইপেপার । আজ রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫

জীবননগর সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৯:৪৭:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫
  • / ৮ বার পড়া হয়েছে

জীবননগর সীমান্তের ভারতীর অংশে সজিব (২০) নামের এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। গত সোমবার বেলা আড়াইটার দিকে জীবননগর উপজেলার মেদেনীপুর সীমান্ত থেকে তাকে আটক করে বিএসএফ। এসময় ৩ জন বাংলাদেশি নাগরিক সেখান থেকে পালিয়ে যান। আটক সজিব মেদেনীপুর গ্রামের উত্তরপাড়ার শফিকুল ইসলামের ছেলে। মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক ও পরিচালক লে. কর্নেল রফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক সজিবের মা সাবিনা খাতুন জানান, ‘সোমবার দুপুরের দিকে গ্রামের ৩-৪ জন ছেলের সাথে আমার ছেলে বাড়ি থেকে বেরিয়ে যায়। বাকিরা ফিরে এলেও আমার ছেলে ফিরে আসেনি। এখন শুনছি আমার ছেলেকে বিএসএফ আটক করেছে।’

মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম জানান, সোমবার মেদেনীপুর সীমান্ত দিয়ে বাংলাদেশি তিন যুবক মাদক নিয়ে আসার জন্য ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এসময় বিএসএফ ও ভারতীয় পুলিশের অভিযানে সজিব নামের এক বাংলাদেশি যুবক আটক হন। বাকিরা সেখান থেকে পালিয়ে যান।

তিনি আরও জানান, এ ঘটনার পর বিজিবির পক্ষ থেকে বিএসএফের সাথে যোগাযোগ করা হয়। তারা আমাদের জানিয়েছে ফেনসিডিল আনার জন্য বাংলাদেশি ৪ জন ব্যক্তি ভারতের অভ্যান্তরে প্রবেশ করে। এসময় ভারতীয় সীমান্ত এলাকায় বিএসএফ ও পুলিশের বিশেষ অভিযান চলছিল। এতে সজিব নামের বাংলাদেশি এক যুবকসহ ভারতের ৩ জন নাগরিক তাদের হাতে আটক হন। সজিবকে পুলিশ আটক করেছে, তাই এতে বিএসএফের কিছু করার নেই। আর পালিয়ে যাওয়া বাকি তিন বাংলাদেশির বিষয়ে বিএসএফ আমাদের জানিয়েছে, আমরা সে ব্যাপারে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করছি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

জীবননগর সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক

আপলোড টাইম : ০৯:৪৭:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫

জীবননগর সীমান্তের ভারতীর অংশে সজিব (২০) নামের এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। গত সোমবার বেলা আড়াইটার দিকে জীবননগর উপজেলার মেদেনীপুর সীমান্ত থেকে তাকে আটক করে বিএসএফ। এসময় ৩ জন বাংলাদেশি নাগরিক সেখান থেকে পালিয়ে যান। আটক সজিব মেদেনীপুর গ্রামের উত্তরপাড়ার শফিকুল ইসলামের ছেলে। মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক ও পরিচালক লে. কর্নেল রফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক সজিবের মা সাবিনা খাতুন জানান, ‘সোমবার দুপুরের দিকে গ্রামের ৩-৪ জন ছেলের সাথে আমার ছেলে বাড়ি থেকে বেরিয়ে যায়। বাকিরা ফিরে এলেও আমার ছেলে ফিরে আসেনি। এখন শুনছি আমার ছেলেকে বিএসএফ আটক করেছে।’

মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম জানান, সোমবার মেদেনীপুর সীমান্ত দিয়ে বাংলাদেশি তিন যুবক মাদক নিয়ে আসার জন্য ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এসময় বিএসএফ ও ভারতীয় পুলিশের অভিযানে সজিব নামের এক বাংলাদেশি যুবক আটক হন। বাকিরা সেখান থেকে পালিয়ে যান।

তিনি আরও জানান, এ ঘটনার পর বিজিবির পক্ষ থেকে বিএসএফের সাথে যোগাযোগ করা হয়। তারা আমাদের জানিয়েছে ফেনসিডিল আনার জন্য বাংলাদেশি ৪ জন ব্যক্তি ভারতের অভ্যান্তরে প্রবেশ করে। এসময় ভারতীয় সীমান্ত এলাকায় বিএসএফ ও পুলিশের বিশেষ অভিযান চলছিল। এতে সজিব নামের বাংলাদেশি এক যুবকসহ ভারতের ৩ জন নাগরিক তাদের হাতে আটক হন। সজিবকে পুলিশ আটক করেছে, তাই এতে বিএসএফের কিছু করার নেই। আর পালিয়ে যাওয়া বাকি তিন বাংলাদেশির বিষয়ে বিএসএফ আমাদের জানিয়েছে, আমরা সে ব্যাপারে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করছি।