ইপেপার । আজ বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

দামুড়হুদা প্রেসক্লাবে যুবদল নেতা ডাবলুর সংবাদ সম্মেলন

প্রতিবেদেক, দামুড়হুদা:
  • আপলোড টাইম : ০৯:৪৬:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫
  • / ১২ বার পড়া হয়েছে

দামুড়হুদা প্রেসক্লাবে যুবদল নেতা মো. হুমায়ুন কবির ডাবলু সংবাদ সম্মেলন করেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে দামুড়হুদা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে যুবদল নেতা মো. হুমায়ুন কবির ডাবলু বলেন, ‘রেলের জমি থেকে গাছ কাটার অভিযোগ যুবদল নেতা ডাবলুর বিরুদ্ধে’ শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রকাশিত সংবাদে আমাকে জড়িয়ে যে তথ্য দেওয়া হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। একটি আওয়ামী চক্র সাংবাদিকদের কাছে আমার বিরুদ্ধে ভুল তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করেছে। প্রকাশিত সংবাদে আমার বিরুদ্ধে আলী হোসেন নামের যে ব্যক্তি বয়ান দিয়েছে, এই গাছ কাটার সাথে আমি জড়িত, এটা সে সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে। সে একজন আওয়ামী লীগের সক্রিয় সদস্য এবং তার পরিবার আওয়ামী লীগের ভক্ত।’

তিনি আরও বলেন, ‘আমি ও আমার পরিবার বিএনপি রাজনীতির সাথে জড়িত। আমার পিতা মৃত রবিউল ইসলাম দামুড়হুদার হাউলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। আমি দামুড়হুদা উপজেলা যুবদলের সদস্য ও জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ের দুই দুইবার ১ নম্বর নির্বাচিত সদস্য ছিলাম। আমার ভাবমূর্তি ও সুনাম নষ্ট করার জন্য একটি আওয়ামী চক্র আলী হোসেনকে দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য সাংবাদিকদের কাছে সরবরাহ করিয়েছে। ইতিপূর্বে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা সময় এই আলী হোসেন ওই শিশু গাছটি কাটতে গিয়েছিল এবং আমি তাতে বাধা দেওয়ায় আমার ওপর তার রাগ ছিল। ঘটনার দিন আমি নিজে প্রশাসনকে এবং রেলের কর্মকর্তাদের বিষয়টি জানিয়েছি। আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

দামুড়হুদা প্রেসক্লাবে যুবদল নেতা ডাবলুর সংবাদ সম্মেলন

আপলোড টাইম : ০৯:৪৬:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫

দামুড়হুদা প্রেসক্লাবে যুবদল নেতা মো. হুমায়ুন কবির ডাবলু সংবাদ সম্মেলন করেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে দামুড়হুদা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে যুবদল নেতা মো. হুমায়ুন কবির ডাবলু বলেন, ‘রেলের জমি থেকে গাছ কাটার অভিযোগ যুবদল নেতা ডাবলুর বিরুদ্ধে’ শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রকাশিত সংবাদে আমাকে জড়িয়ে যে তথ্য দেওয়া হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। একটি আওয়ামী চক্র সাংবাদিকদের কাছে আমার বিরুদ্ধে ভুল তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করেছে। প্রকাশিত সংবাদে আমার বিরুদ্ধে আলী হোসেন নামের যে ব্যক্তি বয়ান দিয়েছে, এই গাছ কাটার সাথে আমি জড়িত, এটা সে সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে। সে একজন আওয়ামী লীগের সক্রিয় সদস্য এবং তার পরিবার আওয়ামী লীগের ভক্ত।’

তিনি আরও বলেন, ‘আমি ও আমার পরিবার বিএনপি রাজনীতির সাথে জড়িত। আমার পিতা মৃত রবিউল ইসলাম দামুড়হুদার হাউলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। আমি দামুড়হুদা উপজেলা যুবদলের সদস্য ও জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ের দুই দুইবার ১ নম্বর নির্বাচিত সদস্য ছিলাম। আমার ভাবমূর্তি ও সুনাম নষ্ট করার জন্য একটি আওয়ামী চক্র আলী হোসেনকে দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য সাংবাদিকদের কাছে সরবরাহ করিয়েছে। ইতিপূর্বে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা সময় এই আলী হোসেন ওই শিশু গাছটি কাটতে গিয়েছিল এবং আমি তাতে বাধা দেওয়ায় আমার ওপর তার রাগ ছিল। ঘটনার দিন আমি নিজে প্রশাসনকে এবং রেলের কর্মকর্তাদের বিষয়টি জানিয়েছি। আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’