ইপেপার । আজ মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

দর্শনা কেরুজ দ্বিবার্ষিক নির্বাচনে শ্রম অধিদপ্তরের নির্দেশনা, শুধু স্থায়ী ও মৌসুমি শ্রমিক-কর্মচারীদের ভোটাধিকার

দর্শনা অফিস:
  • আপলোড টাইম : ০৯:১৭:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫
  • / ১৩ বার পড়া হয়েছে

দর্শনা কেরুজ চিনিকল শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন-২০২৫ এ শুধুমাত্র স্থায়ী ও মৌসুমি শ্রমিক-কর্মচারীরা অংশ নিতে পারবেন। চুক্তিভিত্তিক বা দৈনিক মজুরির শ্রমিকদের ভোটাধিকার থাকছে না। গত সোমবার (৩ ফেব্রুয়ারি) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক জহিরুল হোসেনের পাঠানো একটি চিঠির মাধ্যমে কুষ্টিয়া আঞ্চলিক শ্রম অধিদপ্তরকে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে উল্লেখ করা হয়, শ্রম আইন অনুযায়ী শুধুমাত্র স্থায়ী ও মৌসুমি শ্রমিকরা ট্রেড ইউনিয়নের সদস্য হতে পারবেন এবং নির্বাচনে ভোট দিতে পারবেন।

এছাড়া শ্রম মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী, কুষ্টিয়া আঞ্চলিক শ্রম অধিদপ্তরের পরিচালক তৌফিক হোসেনকে কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-২৭৯)-এর দ্বিবার্ষিক নির্বাচন তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটির প্রতিটি নির্দেশনা শ্রম অধিদপ্তরে পাঠানোর এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে। ফলে চুক্তিভিত্তিক শ্রমিকরা ভোটাধিকার পাবেন না, যদিও তারা দীর্ঘদিন ধরে ভোটাধিকারের দাবি জানিয়ে আসছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

দর্শনা কেরুজ দ্বিবার্ষিক নির্বাচনে শ্রম অধিদপ্তরের নির্দেশনা, শুধু স্থায়ী ও মৌসুমি শ্রমিক-কর্মচারীদের ভোটাধিকার

আপলোড টাইম : ০৯:১৭:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫

দর্শনা কেরুজ চিনিকল শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন-২০২৫ এ শুধুমাত্র স্থায়ী ও মৌসুমি শ্রমিক-কর্মচারীরা অংশ নিতে পারবেন। চুক্তিভিত্তিক বা দৈনিক মজুরির শ্রমিকদের ভোটাধিকার থাকছে না। গত সোমবার (৩ ফেব্রুয়ারি) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক জহিরুল হোসেনের পাঠানো একটি চিঠির মাধ্যমে কুষ্টিয়া আঞ্চলিক শ্রম অধিদপ্তরকে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে উল্লেখ করা হয়, শ্রম আইন অনুযায়ী শুধুমাত্র স্থায়ী ও মৌসুমি শ্রমিকরা ট্রেড ইউনিয়নের সদস্য হতে পারবেন এবং নির্বাচনে ভোট দিতে পারবেন।

এছাড়া শ্রম মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী, কুষ্টিয়া আঞ্চলিক শ্রম অধিদপ্তরের পরিচালক তৌফিক হোসেনকে কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-২৭৯)-এর দ্বিবার্ষিক নির্বাচন তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটির প্রতিটি নির্দেশনা শ্রম অধিদপ্তরে পাঠানোর এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে। ফলে চুক্তিভিত্তিক শ্রমিকরা ভোটাধিকার পাবেন না, যদিও তারা দীর্ঘদিন ধরে ভোটাধিকারের দাবি জানিয়ে আসছেন।