ইপেপার । আজ বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

আদালতের নির্দেশে সকালে দামুড়হুদার মরাগাং দখলমুক্ত, সন্ধ্যায় প্রতিপক্ষের বিরুদ্ধে মারধরের অভিযোগ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১৫:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫
  • / ১২ বার পড়া হয়েছে

আদালতের নির্দেশে দামুড়হুদার মরাগাং জমি দখলমুক্ত করেছে থানা পুলিশ। তবে এ ঘটনায় গতকাল সন্ধ্যায় প্রতিপক্ষের বিরুদ্ধে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গতকাল বেলা ১১টার দিকে পুলিশ গিয়ে গরিবুল্লা গং (উত্তরসূরী) ও বর্তমান দখলকারী ওয়াহিজ্জামান গংকে জমি চাষের প্রস্তুতি বন্ধ রাখতে বলে। আদালতের ১৪৫ ধারার নির্দেশ অনুযায়ী উভয় পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী আদেশ না আসা পর্যন্ত জমিতে চাষাবাদ করা যাবে না বলেও জানানো হয়।

এদিকে, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মরাগাং জমি সংক্রান্ত বিরোধের জেরে গোবিন্দপুর গ্রামের মৃত ইমান আলীর ছেলে কালাম (৪৫) ও তার ভাগ্নে মৃত মোশারফ হোসেনের ছেলে আশাদুলের (৩৬) ওপর হামলা চালিয়ে ৭ হাজার ১০০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী কালাম জানান, সন্ধ্যার সময় তিনি ও তার ভাগ্নে আশাদুল চাচাতো ভাইয়ের বাড়ি যাচ্ছিলেন। এসময় গোবিন্দপুর গ্রামের শাহজাহানের ছেলে মিল্টন (৩৮) ও বাদু মিয়ার ছেলে জুয়েল (৩৬) তাদের পথ আটকায় এবং আতিয়ারের চায়ের দোকানের সামনে মারধর করে। এসময় কালামের পকেটে থাকা ৫ হাজার টাকা ও আশাদুলের ২ হাজার ১০০ টাকা খোয়া যায় বলে দাবি করেন তিনি।

কালামের অভিযোগ, গরিবুল্লা গং (উত্তরসূরী) ও বর্তমান দখলকারী ওয়াহিজ্জামান গং-এর নির্দেশে মিল্টন ও জুয়েল তাদের ওপর হামলা চালিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ওয়াহিজ্জামান বলেন, ‘আমি এ ঘটনায় কিছু জানি না। তবে শুনেছি, গ্রামে মারামারি হয়েছে। মরাগাং জমি নিয়ে বিরোধ থাকায় হয়তো এমনটা ঘটতে পারে। আমি আমার বাড়িতেই ছিলাম।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

আদালতের নির্দেশে সকালে দামুড়হুদার মরাগাং দখলমুক্ত, সন্ধ্যায় প্রতিপক্ষের বিরুদ্ধে মারধরের অভিযোগ

আপলোড টাইম : ০৯:১৫:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫

আদালতের নির্দেশে দামুড়হুদার মরাগাং জমি দখলমুক্ত করেছে থানা পুলিশ। তবে এ ঘটনায় গতকাল সন্ধ্যায় প্রতিপক্ষের বিরুদ্ধে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গতকাল বেলা ১১টার দিকে পুলিশ গিয়ে গরিবুল্লা গং (উত্তরসূরী) ও বর্তমান দখলকারী ওয়াহিজ্জামান গংকে জমি চাষের প্রস্তুতি বন্ধ রাখতে বলে। আদালতের ১৪৫ ধারার নির্দেশ অনুযায়ী উভয় পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী আদেশ না আসা পর্যন্ত জমিতে চাষাবাদ করা যাবে না বলেও জানানো হয়।

এদিকে, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মরাগাং জমি সংক্রান্ত বিরোধের জেরে গোবিন্দপুর গ্রামের মৃত ইমান আলীর ছেলে কালাম (৪৫) ও তার ভাগ্নে মৃত মোশারফ হোসেনের ছেলে আশাদুলের (৩৬) ওপর হামলা চালিয়ে ৭ হাজার ১০০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী কালাম জানান, সন্ধ্যার সময় তিনি ও তার ভাগ্নে আশাদুল চাচাতো ভাইয়ের বাড়ি যাচ্ছিলেন। এসময় গোবিন্দপুর গ্রামের শাহজাহানের ছেলে মিল্টন (৩৮) ও বাদু মিয়ার ছেলে জুয়েল (৩৬) তাদের পথ আটকায় এবং আতিয়ারের চায়ের দোকানের সামনে মারধর করে। এসময় কালামের পকেটে থাকা ৫ হাজার টাকা ও আশাদুলের ২ হাজার ১০০ টাকা খোয়া যায় বলে দাবি করেন তিনি।

কালামের অভিযোগ, গরিবুল্লা গং (উত্তরসূরী) ও বর্তমান দখলকারী ওয়াহিজ্জামান গং-এর নির্দেশে মিল্টন ও জুয়েল তাদের ওপর হামলা চালিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ওয়াহিজ্জামান বলেন, ‘আমি এ ঘটনায় কিছু জানি না। তবে শুনেছি, গ্রামে মারামারি হয়েছে। মরাগাং জমি নিয়ে বিরোধ থাকায় হয়তো এমনটা ঘটতে পারে। আমি আমার বাড়িতেই ছিলাম।’