মহেশপুরের ফতেপুরে মহিলা দলের ঝাড়ু মিছিল
- আপলোড টাইম : ০৯:০৭:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫
- / ১৪ বার পড়া হয়েছে
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ঝাড়ু মিছিল করেছে জাতীয়তাবাদী মহিলা দল। জাতীয়তাবাদী মহিলা দল গঠন ও কর্মী সমাবেশ নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেওয়ায় আজগর আলী ভুলু নামে এক ব্যক্তির বিরুদ্ধে গতকাল মঙ্গলবার বিকেলে এই ঝাড়ু মিছিল করা হয়। স্থানীয় মহিলা দল নেত্রী মাছুরা খাতুন অভিযোগ করেন, ফতেপুর ইউনিয়ন মহিলা দলের কমিটি গঠন নিয়ে আকবর আলী ভুলু গতকাল তার ফেসবুক আইডিতে মহেশপুরের ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম ফারুক খানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন।
এ ঘটনার প্রতিবাদে বিকেলেই ফতেপুর ইউনিয়ন মহিলা দলের উদ্যোগে শত শত নারী ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল করেন। মিছিলকারীরা অবিলম্বে আজগর আলী ভুলুকে গ্রেপ্তারের দাবি জানান। মিছিল শেষে এক সমাবেশে বক্তব্য দেন মহেশপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি, ফতেপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক মীর মো. কবীর হোসেন, সজল মিয়া, সাংগঠনিক সম্পাদক উমর আলী ভূঁইয়া, মহিলা দলের সভানেত্রী মোছা. মাছুরা খাতুন, মধুমালা, আসমা খাতুন, মোছা. শিরিনা খাতুন, ফাহিমা বেগম, রেহেনা আক্তার ও সোনিয়া আক্তার লতা।