ইপেপার । আজ বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫

মহেশপুরে দুই হাজার ড্রাগন গাছ কেটে দিল দুর্বৃত্তরা

প্রতিবেদক, মহেশপুর :
  • আপলোড টাইম : ০৯:০৬:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫
  • / ১০ বার পড়া হয়েছে

ঝিনাইদহের মহেশপুরে রাতের আঁধারে দুর্বৃত্তরা দুই হাজার ড্রাগন গাছ কেটে দিয়েছে। এ ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগের ফলে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। গত সোমবার দিবাগত রাতে মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের মালাধরপুর গ্রামের কৃষক ইদ্রিস আলীর ড্রাগন বাগানের দুই হাজার গাছ কেটে ফেলা হয়। ভুক্তভোগী ইদ্রিস আলী জানান, মালাধরপুর গ্রামের বেলতলা মাঠে ২০ শতক জমিতে তিনি ড্রাগন চাষ করেছিলেন।
ইদ্রিস আলীর অভিযোগ, পূর্বের মামলা তুলে না নেওয়ায় আজমপুর গ্রামের মজিবর রহমান (৭৫) ও তার ছেলে আলামিন হোসেন (৩৫) এবং ইয়ামিন (৩৭) তার গাছগুলো কেটে দিয়েছে। তিনি এ ঘটনার বিচার চান। তিনি আরও বলেন, ‘গত বছরের ১৪ নভেম্বর মজিবর ও তার ছেলেরা আমার বাগান কেটে দিয়েছিল। ওই ঘটনায় আমি মামলা করেছিলাম।’

তবে অভিযোগ অস্বীকার করে আলামিন হোসেন বলেন, ‘আমি চায়ের দোকানদার। কেন আমি আরেকজনের বাগানের গাছ কাটতে যাব? জমি নিয়ে ইদ্রিস আলীর সঙ্গে আমাদের বিরোধ ছিল। থানা ও ইউনিয়ন পরিষদে একাধিকবার সালিশ হয়েছে। আমরা সেই সালিশ মেনে নিয়েছি। ইদ্রিস আলী নিজেই গাছ কেটে আমাদের ফাঁসানোর চেষ্টা করছে। প্রয়োজনে থানায় এবং ইউপি চেয়ারম্যানের সঙ্গে কথা বললে বিষয়টি পরিষ্কার হবে।’


এ বিষয়ে সালিশের দায়িত্বপ্রাপ্ত মহেশপুর থানার এসআই আলমগীর হোসেন বলেন, ‘একটি জমির মালিকানা নিয়ে ইদ্রিস আলী, মজিবর এবং তার ছেলেদের মধ্যে বিরোধ ছিল। সালিশে মজিবরের দখলে থাকা জমির ফসল নষ্ট করায় ইদ্রিস আলীকে জরিমানা করা হয়েছিল। তবে তিনি সেই সিদ্ধান্ত মানেননি। তাই ড্রাগন বাগান কাটা নিয়ে ষড়যন্ত্রের আশঙ্কা থাকতে পারে।’

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা বলেন, ১কৃষক ইদ্রিস আলী থানায় অভিযোগ করেছেন। ঘটনাস্থলে বিট পুলিশের একজন কর্মকর্তাকে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

মহেশপুরে দুই হাজার ড্রাগন গাছ কেটে দিল দুর্বৃত্তরা

আপলোড টাইম : ০৯:০৬:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫

ঝিনাইদহের মহেশপুরে রাতের আঁধারে দুর্বৃত্তরা দুই হাজার ড্রাগন গাছ কেটে দিয়েছে। এ ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগের ফলে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। গত সোমবার দিবাগত রাতে মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের মালাধরপুর গ্রামের কৃষক ইদ্রিস আলীর ড্রাগন বাগানের দুই হাজার গাছ কেটে ফেলা হয়। ভুক্তভোগী ইদ্রিস আলী জানান, মালাধরপুর গ্রামের বেলতলা মাঠে ২০ শতক জমিতে তিনি ড্রাগন চাষ করেছিলেন।
ইদ্রিস আলীর অভিযোগ, পূর্বের মামলা তুলে না নেওয়ায় আজমপুর গ্রামের মজিবর রহমান (৭৫) ও তার ছেলে আলামিন হোসেন (৩৫) এবং ইয়ামিন (৩৭) তার গাছগুলো কেটে দিয়েছে। তিনি এ ঘটনার বিচার চান। তিনি আরও বলেন, ‘গত বছরের ১৪ নভেম্বর মজিবর ও তার ছেলেরা আমার বাগান কেটে দিয়েছিল। ওই ঘটনায় আমি মামলা করেছিলাম।’

তবে অভিযোগ অস্বীকার করে আলামিন হোসেন বলেন, ‘আমি চায়ের দোকানদার। কেন আমি আরেকজনের বাগানের গাছ কাটতে যাব? জমি নিয়ে ইদ্রিস আলীর সঙ্গে আমাদের বিরোধ ছিল। থানা ও ইউনিয়ন পরিষদে একাধিকবার সালিশ হয়েছে। আমরা সেই সালিশ মেনে নিয়েছি। ইদ্রিস আলী নিজেই গাছ কেটে আমাদের ফাঁসানোর চেষ্টা করছে। প্রয়োজনে থানায় এবং ইউপি চেয়ারম্যানের সঙ্গে কথা বললে বিষয়টি পরিষ্কার হবে।’


এ বিষয়ে সালিশের দায়িত্বপ্রাপ্ত মহেশপুর থানার এসআই আলমগীর হোসেন বলেন, ‘একটি জমির মালিকানা নিয়ে ইদ্রিস আলী, মজিবর এবং তার ছেলেদের মধ্যে বিরোধ ছিল। সালিশে মজিবরের দখলে থাকা জমির ফসল নষ্ট করায় ইদ্রিস আলীকে জরিমানা করা হয়েছিল। তবে তিনি সেই সিদ্ধান্ত মানেননি। তাই ড্রাগন বাগান কাটা নিয়ে ষড়যন্ত্রের আশঙ্কা থাকতে পারে।’

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা বলেন, ১কৃষক ইদ্রিস আলী থানায় অভিযোগ করেছেন। ঘটনাস্থলে বিট পুলিশের একজন কর্মকর্তাকে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’