চুয়াডাঙ্গায় বাংলাদেশ-৮৮ সংগঠনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- আপলোড টাইম : ০৯:০৩:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫
- / ১৬ বার পড়া হয়েছে
বাংলাদেশ ৮৮ চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে সংগঠনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে ঘিরে সংগঠনের নেতা-কর্মীদের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারা বাংলাদেশ ৮৮-এর কো-অর্ডিনেটর ইকতিয়ার। এছাড়া যুগ্ম কো-অর্ডিনেটর ইনতাজ, আখতার এবং উপজেলা কো-অর্ডিনেটর মোশাররফ, মশিউর রহমান, জহুরুল, সাবিনা খাতুন, হাফিজুল ইসলাম মুক্ত, বাবলু, মজু, ইউসুফ কবীর ও বকুলসহ সংগঠনের অন্যান্য সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা সংগঠনের কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও সংগঠনকে আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ ৮৮ সংগঠনের মাধ্যমে সমাজসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করা হবে। তারা সংগঠনের অগ্রযাত্রায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।