আলমডাঙ্গার ভোগাইলবগাদী স্কুলমাঠে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত
তরুণদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে- বিএনপি নেতা শরীফ
- আপলোড টাইম : ০৯:০০:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫
- / ২৪ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বাদ এশা ভোগাইল বগাদী মদিনাবাগ তালিমুল কুরআন মাদরাসা ও মহিলা মাদরাসার উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়। আলহাজ্ব রায়হান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘পবিত্র কুরআন মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ জীবন বিধান। আমাদের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে কুরআনের শিক্ষা বাস্তবায়ন করতে হবে। যারা কুরআনের পথে চলে, তারা কখনো বিপথগামী হয় না।’ তিনি আরও বলেন, ‘বর্তমান সময়ের অস্থিরতা ও নৈতিক অবক্ষয়ের মূল কারণ কুরআন থেকে দূরে সরে যাওয়া। ইসলাম শান্তির ধর্ম, আর কুরআনের আলোয় আলোকিত সমাজ গড়তে হবে।’ তিনি তরুণ প্রজন্মের উদ্দেশে বলেন, ‘তোমাদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। শুধু পাশ্চাত্য সংস্কৃতি নয়, ইসলামের মৌলিক শিক্ষা গ্রহণ করতে হবে। তাহলেই সত্যিকারের শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে।’
এছাড়াও তিনি রাজনৈতিক প্রসঙ্গে বলেন, ‘দেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় আমাদের সংগ্রাম অব্যহত থাকবে। আমরা চাই একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ দেশ, যেখানে ধর্মীয় মূল্যবোধ ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। আসন্ন নির্বাচনে আমাদের যোগ্য প্রার্থীতে বেছে নিতে হবে।’
মাহফিলে প্রধান বক্তা ছিলেন মাওলানা মো. রফিকুল ইসলাম সিরাজী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, ভাংবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান এবং আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজু আহমেদ। মাহফিলে বিভিন্ন এলাকা থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিরা মনোযোগসহকারে বক্তাদের তাফসির শুনেন।