ইপেপার । আজ বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গা নাগরিক পরিষদের শীতবস্ত্র বিতরণ মূল্যায়ন সভায় সদস্যবৃন্দ

‘হতদরিদ্র মানুষকে সহায়তা করতে আমরা অঙ্গীকারবদ্ধ’

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৮:৫৮:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫
  • / ৯ বার পড়া হয়েছে

‘চুয়াডাঙ্গায় হতদরিদ্র মানুষকে সহায়তা করতে আমরা অঙ্গীকারবদ্ধ।’ গতকাল সন্ধ্যায় শাহজাহান চত্বরে শুভতারা ভবনে চুয়াডাঙ্গা নাগরিক পরিষদের চতুর্থ সভায় সদস্যবৃন্দ এমন অভিমত পোষণ করেন। চুয়াডাঙ্গা নাগরিক পরিষদের আহ্বায়ক তৌহিদ হোসেনের সভাপতিত্বে জীবননগর, দর্শনা, দামুড়হুদা, আলমডাঙ্গা উপজেলা ও সদরে শীতবস্ত্র বিতরণ পরবর্তী মূল্যায়ন সভায় সাংগঠনিক আলোচনা করেন অধ্যক্ষ শাহজাহান আলী, অ্যাড. কাইজার হোসেন শিল্পী, বীর মুক্তিযোদ্ধা আবু হোসেন, সমাজসেবক মিলন বিশ্বাস, কমরেড লিটু বিশ্বাস, লাভলুর রহমান, কবি রিগ্যান এস্কেন্দার প্রমুখ।

সভায় সংগঠনের আহ্বায়ক তৌহিদ হোসেন বলেন, ‘আধুনিক চুয়াডাঙ্গা গড়তে জীবননগর, দর্শনা, দামুড়হুদা ও চুয়াডাঙ্গা জেলা শহরের বিদ্যমান সমস্যা সমাধানকল্পে বিভিন্ন কর্মসূচি পর্যায়ক্রমে গ্রহণ করা অতীব জরুরি।’ এসময় তিনি ‘চুয়াডাঙ্গার আর্থসামাজিক উন্নয়নে এই অদলীয় সংগঠনের কর্মকান্ডে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।’

সংগঠনের সদস্যসচিব অধ্যাপক শেখ সেলিম বলেন, ‘জীবননগর উপজেলার দত্তনগর ফার্মে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, শিল্পনগরী দর্শনায় ৫০ শয্যার সরকারি হাসপাতাল, আলমডাঙ্গা উপজেলার ভিটিআইকে উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নয়ন ও চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিকে অগ্রাধিকার দিতে হবে।’

আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা আবু হোসেন এই সংগঠনের সাংগঠনিক রূপ দিতে একটি গঠনতন্ত্র প্রণয়নের দাবি জানান। অধ্যক্ষ শাহজাহান আলী উত্থাপিত দাবিসমূহ মূল্যয়ন করে অগ্রাধিকার ভিত্তিতে কর্মকাণ্ড গ্রহণ করতে হবে বলে জানান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গা নাগরিক পরিষদের শীতবস্ত্র বিতরণ মূল্যায়ন সভায় সদস্যবৃন্দ

‘হতদরিদ্র মানুষকে সহায়তা করতে আমরা অঙ্গীকারবদ্ধ’

আপলোড টাইম : ০৮:৫৮:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫

‘চুয়াডাঙ্গায় হতদরিদ্র মানুষকে সহায়তা করতে আমরা অঙ্গীকারবদ্ধ।’ গতকাল সন্ধ্যায় শাহজাহান চত্বরে শুভতারা ভবনে চুয়াডাঙ্গা নাগরিক পরিষদের চতুর্থ সভায় সদস্যবৃন্দ এমন অভিমত পোষণ করেন। চুয়াডাঙ্গা নাগরিক পরিষদের আহ্বায়ক তৌহিদ হোসেনের সভাপতিত্বে জীবননগর, দর্শনা, দামুড়হুদা, আলমডাঙ্গা উপজেলা ও সদরে শীতবস্ত্র বিতরণ পরবর্তী মূল্যায়ন সভায় সাংগঠনিক আলোচনা করেন অধ্যক্ষ শাহজাহান আলী, অ্যাড. কাইজার হোসেন শিল্পী, বীর মুক্তিযোদ্ধা আবু হোসেন, সমাজসেবক মিলন বিশ্বাস, কমরেড লিটু বিশ্বাস, লাভলুর রহমান, কবি রিগ্যান এস্কেন্দার প্রমুখ।

সভায় সংগঠনের আহ্বায়ক তৌহিদ হোসেন বলেন, ‘আধুনিক চুয়াডাঙ্গা গড়তে জীবননগর, দর্শনা, দামুড়হুদা ও চুয়াডাঙ্গা জেলা শহরের বিদ্যমান সমস্যা সমাধানকল্পে বিভিন্ন কর্মসূচি পর্যায়ক্রমে গ্রহণ করা অতীব জরুরি।’ এসময় তিনি ‘চুয়াডাঙ্গার আর্থসামাজিক উন্নয়নে এই অদলীয় সংগঠনের কর্মকান্ডে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।’

সংগঠনের সদস্যসচিব অধ্যাপক শেখ সেলিম বলেন, ‘জীবননগর উপজেলার দত্তনগর ফার্মে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, শিল্পনগরী দর্শনায় ৫০ শয্যার সরকারি হাসপাতাল, আলমডাঙ্গা উপজেলার ভিটিআইকে উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নয়ন ও চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিকে অগ্রাধিকার দিতে হবে।’

আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা আবু হোসেন এই সংগঠনের সাংগঠনিক রূপ দিতে একটি গঠনতন্ত্র প্রণয়নের দাবি জানান। অধ্যক্ষ শাহজাহান আলী উত্থাপিত দাবিসমূহ মূল্যয়ন করে অগ্রাধিকার ভিত্তিতে কর্মকাণ্ড গ্রহণ করতে হবে বলে জানান।