চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে টাপেন্টাডলসহ আটক দুজনের জেল ও মামলা
- আপলোড টাইম : ০৮:৫৬:১০ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫
- / ৭ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তাদের কাছ থেকে টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬৫ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ তাদেরকে আটক করা হয়। আটকের পর একজনকে ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আশিস মোমতাজ। আরেকজনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের আমিরপুর স্কুলপাড়ার রফিকুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম (৩২) ও একই ইউনিয়নের বোয়ালমারি গ্রামের আব্দুল মান্নানের ছেলে তারিক আজিজ ওরফে ক্যাপ্টেন (৩৬)।
অভিযান সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আশিস মোমতাজের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান ও উপ-পরিদর্শক সাহারা ইয়াসমিন সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল সকাল ১০টার দিকে সদর উপজেলার আমিরপুর গ্রামে মাদক বিরোধী অভিযান চালায়। এসময় আমিরপুর গ্রাম থেকে তরিকুল ইসলামকে ৫ পিস টাপেন্টাডল ট্যাবলটেসহ আটক করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আশিস মোমতাজ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতে তরিকুল ইসলামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ শ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্ত তরিকুল ইসলামকে গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে।
অপর দিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খানের নেতৃত্বে উপ-পরিদর্শক সাহারা ইয়াসমিন সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার বোয়ালমারি গ্রামে মাদক বিরোধী অভিযান চালান। এ সময় ৬০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ তারিক আজিজ ওরফে ক্যাপ্টেনকে আটক করা হয়। আটককৃত আসামির বিরুদ্ধে উপ-পরিদর্শক সাহারা ইয়াসমিন বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।